Back To Blogs | My Blogs | Create Blogs

যেভাবে করোনাকেও হারিয়ে দিলেন মেসি!

বিশ্বব্যাপী ২১৩টি দেশ ও অঞ্চলে একযোগে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। দীর্ঘ প্রায় ৬ মাস ধরে গোটা বিশ্বে এই আধিপত্য বিস্তার করে আছে এই ভাইরাস, চালিয়ে যাচ্ছে ধ্বংসযজ্ঞ।

তবে এই তাণ্ডবের মধ্যেও করোনাকে হারিয়ে দিয়েছে ফুটবলের মহাতারকা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।


সময়ের প্রয়োজনে ইন্টারনেট ব্যবহারকারীরা করোনাভাইরাস সংক্রান্ত তথ্যাদি জানতে চাওয়ার কারণে গুগল সার্চ ইঞ্জিনে ছোঁয়াচে এই ভাইরাসের অবস্থান দীর্ঘদিন ধরেই শীর্ষে। কিন্তু বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানানোর পর তাতে ছন্দপতন ঘটেছে।
মঙ্গলবার এক ফ্যাক্স বার্তায় বার্সা ছাড়ার সিদ্ধান্তের কথা জানানোর পরপরই গুগল সার্চিংয়ে মেসি নামটি চলে আসে শীর্ষে।

মেসি ইজ লিভিং, মেসি নিউজ, মেসি বার্সা, সোপ অপেরা মেসি, হোয়াট হ্যাপেনড টু মেসিএসব লিখে গুগলে সার্চ করতে থাকেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, শুধু মেসি নয়, গুগল সার্চিংয়ে শীর্ষ পর্যায়ে উঠে আসে বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের নামও। অনেকের ধারণা তার কারণেই মেসিকে বার্সা ছাড়তে হচ্ছে। স্বাভাবিক অবস্থার চেয়ে বার্তোমেউয়ের সাচিংয়ের হার বেড়ে যায় ১৪৫০ শতাংশ।

মেসি যে মাধ্যম ব্যবহার করে বার্সেলোনার হর্তাকর্তাদের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান, গুগল সার্চিংয়ে সেই বুরোফ্যাক্স এর অবস্থানও শীর্ষ পর্যায়ে উঠে আসে।

মঙ্গলবার এবং এর পরের সময়টায় স্পেনে গুগল সার্চিংয়ে করোনার চেয়ে প্রায় দ্বিগুণ ছিল মেসি শব্দটি। এ ছাড়া বিশ্বব্যাপী সার্চের হিসেবেও কয়েক ঘণ্টার জন্য করোনাকে টেক্কা দিয়েছিলেন তারকা এই ফুটবলার। তথ্যসূত্র: আল্টিমাস নোটিসিয়াস, স্পোর্টসফাইন্ডিং


Akash Ahmed  

124 Blog posts

Comments