নয়্যার গোলকিপিংকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে: পিএসজি কোচ

Comments · 999 Views

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। রবিবার রাতের ফাইনালে জার্মান জায়ান্টরা ১-০ গোলে হারায় ফরাসি ক্লাবটিকে।

এই ম্যাচে জার্মান ক্লাবটির অধিনায়ক ম্যানুয়েল নয়্যার দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব। দুর্দান্ত দক্ষতায় নিজেদের জাল রেখেছেন অক্ষত। পিএসজির স্ট্রাইকারদের হতাশা ডুবিয়ে বায়ার্ন শিবিরকে চাঙা করে তুলেছেন। যার ফলে এই জার্মান গোলরক্ষকের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন প্রতিপক্ষ কোচ থমাস টুখেলও।

পিএসজির ম্যানেজার জানিয়েছেন, তার দলে বর্তমানের অন্যতম সেরা গোলরক্ষক কেইলর নাভাস থাকলেও নয়্যার এই ম্যাচে ছিলেন সেরা ফর্মে। গোলকিপিংকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন নয়্যার।
টুখেল বলেন, আমাদের দলে কেইলর নাভাস আছে। তবে (পিএসজির জন্য) ভুল সময়ে নিজের সেরা ফর্ম দেখিয়েছে নয়্যার। সে গোলকিপিং অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। দূর্ভাগ্যবশত সেটা আমাদের বিপক্ষেই।

Comments
Mike Nike 37 w

<a href="https://google.com">google</a>
[url=https://google.com/]google[/url]
[google](https://google.com/)