শিডিউল জটিলতায় আলিয়া

Comments · 1167 Views

আবারো নতুন সিনেমা নিয়ে আসছেন বাহুবলি নির্মাতা রাজমৌলি। এখন পর্যন্ত নাম ঠিক করা হয়েছে রুদ্রম রণম রুধিরাম বা ট্রিপল আর। শুরুতে সিনেমার নায়িকা হিসেবে আলিয়া ভাটের নাম শোনা যায়। করোনা প্রভাবের আগে থেকে সিনেমা নির্মাণের পরিকল্পনা করা হয়। তখন আলিয়া ভাটের সঙ্গে কথা হলেও এখন শোনা যাচ্ছে এতে নায়িকা হিসেবে থাকছেন না তিনি।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন সকল সিনেমার শুটিং বন্ধ ছিল। আবার শুটিং শুরু হওয়ায় শিডিউল জটিলতায় পড়েছেন আলিয়া ভাট। তাই ট্রিপল আর সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এখন রাজি সিনেমাখ্যাত এই অভিনেত্রীর পরিবর্তে অন্য এক বলিউড অভিনেত্রীকে খুঁজছেন নির্মাতা রাজামৌলি। প্রাথমিকভাবে প্রিয়াঙ্কা চোপড়াকে নেওয়ার পরিকল্পনা করেছেন তারা। যদিও এ ব্যাপারে প্রিয়াঙ্কা এখনো সম্মতি দেননি। এর আগে জাঞ্জির সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রাম চরণ ও প্রিয়াঙ্কা।

Comments