মিষ্টি বিতরণ করে গণেশ পূজা শেষ করলেন সালমান

Comments · 2110 Views

জাত-ধর্ম নির্বিশেষ সব অনুষ্ঠানেই হাজির থাকেন বলিউড অভিনেতা সালমান খান। আর সেই তালিকা থেকে বাদ যায়নি গণেশ পূজাও। গণেশ পূজায় আরতি থেকে বিসর্জন সবকিছুতেই ছিল তার উপস্থিতি। পূজা শেষে সবার মাঝে মিষ্টিও বিতরণ করেন তিনি।

পূজায় সালমানের বাবা সেলিম খান, মা সালমা, সৎ মা হেলেন, দুই ভাই সোহেল ও আরবাজ, বোন অর্পিতাসহ খান পরিবারের সব সদস্য উপস্থিত ছিলেন। এর বাইরে সালমানের কথিত প্রেমিকা লুলিয়া ভান্তুর, বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ ও ডেইজি শাহকেও দেখা গেছে খান পরিবারের গণেশ পূজায়।

সালমানের পরিবারে গণেশ পূজা দেখতে মিডিয়াকর্মীরাও জড়ো হন। তাদের সামাজিক দূরত্ব মেনে চলার কথা মনে করিয়ে দেন সালমান। গণেশ পূজায় খান পরিবারের সদস্যদের আরতির ভিডিও ইনস্টাগ্রামে দিয়েছেন সালমান খানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী।

Comments