দাবাং-এর মতোই ব্লকবাস্টার হিট হয়েছিল সালমান খানের এক থা টাইগার। ২০১২ সালে আলী আব্বাস জাফর ও কবির খান যৌথভাবে ছবিটি নির্মাণ করেন।
এরপর লম্বা বিরতি দিয়ে ২০১৭ সালে ক্যাটরিনা কাইফকে সঙ্গে নিয়ে মুক্তি পায় সালমানের টাইগার জিন্দাহ হ্যায়।
সেই ছবিও ব্লববাস্টার বাজিমাত করে।
বলি হাঙ্গাম সূত্রে খবর, ছবি দুটি দারুণ ব্যবসা সফল হওয়ায় যশরাজ ফিল্মস এর তৃতীয় কিস্তি আনছে। যার শিরোনাম- টাইগার থ্রি। বরাবরের মতো এবারও সালমান খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এই সিরিজটিতে এই জুটির বিকল্প দেখছেন না নির্মাতা।
তবে এবারের ছবিটির পরিচালনায় থাকছেন আলী আব্বাস জাফর বা কবির খানের কেউই। নতুন এই কিস্তিতে দায়িত্ব দেয়া হয়েছে মণীশ শর্মাকে।
আগামী ২৭ সেপ্টেম্বর বলিউডের প্রখ্যাত প্রযোজক ও পরিচালক যশ চোপড়ার ৮৮তম জন্মদিন এবং প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা রয়েছে।