টেলিটকের মাধ্যমে ৫জি নেটওয়ার্কের আওতায় আসছে বাংলাদেশ

টেলিটকের মাধ্যমে ৫জি নেটওয়ার্কের আওতায় আসছে বাংলাদেশ

টেলিটকের মাধ্যমে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক (৫জি) আসছে বাংলাদেশে জানিয়েছেন টেলিকম মন্ত্রীমুস্তফা জব্বার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে টেলিটক ইন্টার-ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯-এর পুরস্কার বিতরণ করার আগে মন্ত্রী জানান,

"আমরা টেলিটককে দেশের এক নম্বর মোবাইল অপারেটর হিসাবে প্রতিষ্ঠা করতে চাই, এজন্যই আমরা 5 জি মোবাইল ডেটা সার্ভিস চালু করব খুব তাড়াতাড়ি।"

২০২১ সালের মধ্যে সরকার 5 জি সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং রোলআউট সম্পর্কিত প্রস্তুতি শুরু করেছে।

এর আগে, ২০১২ সালের আগস্ট মাসে টেলিটক ৩জি নেটওয়ার্ক এর আওতাধীন হয়।

তবে গত বছরের ফেব্রুয়ারি তে যখন সব অপারেটর ৪জি সেবা চালু করেছে তখন টেলিটক ছিলো পিছিয়ে। অই সময় চারটি অপারেটর ৪জি লাইসেন্স পায়। যার মধ্যে টেলিটক ছিলো না।

রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর টি গত বছরের ডিসেম্বর মাসে ৪জি লাইসেন্স পায়। এবং তার পর কিছু নির্ধারিত স্থানে ৪জি সেবা চালু করে।

মন্ত্রী বলেন, প্রযুক্তিগত উন্নয়নে আসন্ন দিনগুলিতে টেলিটককে অনেকগুলি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

তিনি গ্রাহকদের সন্তুষ্ট করার জন্য তাদের সেবার গুণমান বাড়ানোর জন্য টেলিটকের ব্যবস্থাপনাকেও আহ্বান জানান।

Comments