চার মাস পর মেয়ের বাসায় বাবা

Comments · 1344 Views

গতকাল ছিল খুশির দিন, চার মাস পর আব্বুর সঙ্গে দেখা। আলহামদুলিল্লাহ। চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী বাবা আলমগীরের সঙ্গে মাস্ক পরা ছবি ফেসবুকে পোস্ট করে কথাগুলো লিখেছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। করোনার এই সময়টায় ঘর থেকেই বের হন না তিনি। তাই বাবার সঙ্গে সামনাসামনি দেখাও নেই। কিন্তু বাবা-মেয়ের মন বলে কথা। আর কত দিন। শেষ পর্যন্ত বাবা-মেয়ের দেখা হলো। আলমগীর তাঁর মেয়ের উত্তরার বাসায় যান গতকাল দুপুরে। মেয়ের পাশাপাশি অনেকটা সময় কাটিয়ে আসেন নাতনিদের সঙ্গেও।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে বাবামেয়ে। ছবি: সংগৃহীতজাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে বাবামেয়ে। ছবি: সংগৃহীতবরেণ্য অভিনয়শিল্পী আলমগীর থাকেন ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউতে। আর মেয়ে আঁখি থাকেন উত্তরায়। আঁখি জানালেন, বাবা দুপুরে যান। একসঙ্গে খাওয়াদাওয়া করেন। জনপ্রিয় এই গায়িকা বললেন, পরিবেশ পরিস্থিতির কারণে এখন আমরা দেখাদেখি করা থেকে একদম দূরে। ভার্চ্যুয়াল যদিও দেখা হয়, কথা হয়, কিন্তু তাতে কি মন ভরে? তবে এসব নিয়ে কোনো অভিযোগ নেই। আমি মনে করি, ২০২০ সাল অভিযোগ করার বছর নয়। শুধু যুদ্ধ করে বেঁচে থাকার একটা বছর।

আঁখি আলমগীর। ছবি: সংগৃহীতআঁখি আলমগীর। ছবি: সংগৃহীতমেয়ের বাসায় যাবেন বাবা, এমন খবরে মেয়ে আঁখি অনেক কিছু রান্না করেছেন। এর মধ্যে ছিল ইলিশভাজা, বিফ রেজালা, চিকেন ঝাল ফ্রাইসহ আরও অনেক কিছু। আঁখি তাঁর বাবার প্রিয় খাবারই বেশি রান্না করেছেন। আর নাতনিরাও তাদের নানাকে স্পেশাল চা বানিয়ে খাইয়েছে। আঁখি বললেন, বাবাকে কাছে পেয়ে আমার দুই মেয়ে ব্যাপক খুশি। আমরা তো আগের রাত থেকে সবাই আনন্দিত। আর আমার মেয়ে আরিয়ার স্পেশাল চা আছে, কোরিয়া থেকে আনা, কাউকে ধরতেও দেয় না। আব্বুর উছিলায়, আমরা সবাই পান করার সুযোগ পেয়েছি (হাসি)।

আঁখি আলমগীর বেশ কিছুদিন ধরে স্পন্ডিলাইটিসের ব্যথায় ভুগছেন। জানালেন, থেরাপি চলছে। চিকিৎসকের নিয়ম মেনে চলছেন।

Comments