Back To Blogs | My Blogs | Create Blogs

শ্রীলঙ্কাতেই সাকিবকে পেতে চায় বিসিবি

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৮ অক্টোবর। ঠিক ওই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সফরের প্রথম টেস্ট ২৪ অক্টোবর শুরু হলে স্বাভাবিকভাবেই সিরিজের শুরুতে বাঁহাতি অলরাউন্ডারকে পাওয়া সম্ভব নয়। তবে পরের দুটি টেস্টে পেতে আইনগত কোনো বাধা নেই। বিসিবিও চাইছে সিরিজের বাকিটা সময়ে সাকিবকে পেতে।

লম্বা বিরতিতে আজ বিসিবি কার্যালয়ে এসেছেন নাজমুল হাসান। বিসিবি সভাপতি আসেন জাতীয় শোক দিবস উপলক্ষে। শোক দিবসে বিসিবি আয়োজিত অনুষ্ঠান শেষে নাজমুল হাসান সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেই সুবাদে চার মাস পর বিসিবি কার্যালয়ে হলো একটি সংবাদ সম্মেলন। তাতে সাকিব-প্রসঙ্গে কথা বলেছেন নাজমুল। তাঁদের দুজনের মধ্যে কী কথা হয়েছে, সেটি না বললেও বিসিবি যে শ্রীলঙ্কা সফরেই সাকিবকে পেতে চায় সেটি পরিষ্কার করে দিয়েছেন বিসিবি সভাপতি, যখনই সাকিবে নিষেধাজ্ঞা উঠে যাবে, তারপরই সে আমাদের হয়ে খেলতে পারবে। তখন থেকেই তাকে পাওয়া যাবে। সবাই অধীরে আগ্রহে বসে আছি সে কবে ফিরবে। তবে এর সঙ্গে তার ফিটনেস ও প্রস্তুতির ব্যাপার আছে। এ কারণে সে নিজের মতো করে অনুশীলন করবে। আশা করছি সে ফিট থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দিতে পারবে, খেলতে পারবে।

বাংলাদেশ দল শ্রীলঙ্কা চলে যাবে ২৩ সেপ্টেম্বর। সিরিজের প্রথম টেস্টের আগে বাংলাদেশ যে এক মাসের প্রস্তুতি নেবে শ্রীলঙ্কায়, সেখানে অবশ্য অংশ নিতে পারবেন না সাকিব। দলের সঙ্গে না থাকলেও সাকিবের প্রস্তুতি যেন ঘাটতি না থাকে সেটির বিকল্পও বললেন বিসিবি সভাপতি, আমরা এখন থেকেই তাকে দেখব। আইন অনুসারেই সে আমাদের ফিজিও-কোচের সঙ্গে আলাদা কাজ করতে পারবে। আমরা তার ফিটনেস টেস্টও নেব। আমরা তাকে আগেই শ্রীলঙ্কায় যেতে বলব। ওখানেও তাকে পর্যবেক্ষণ করা যাবে। এসব নিয়েই আলাপ-আলোচনা হচ্ছে।

নিষেধাজ্ঞা শেষ হতে এখনো দুই মাস বাকি থাকলেও সাকিব বসে থাকছেন না। এ মাসের শেষ দিকে চলে আসবেন দেশে। আগামী মাসের শুরুতেই বিকেএসপিতে শুরু করবেন অনুশীলন।


Shakib Khan

106 Blog posts

Comments