বিনোদন দুনিয়ার হালচাল বদলে যাচ্ছে রাতারাতি। করোনা মহামারিতে এই বদলে যাওয়ায় লেগেছে নতুন হাওয়া। বন্ধ সিনেমা হল, সিনেপ্লেক্স। মানুষ সবাই ঘরবন্দী। এই সুযোগে ওটিটি প্ল্যাটফর্মগুলো নতুন নতুন আয়োজন নিয়ে এসেছে। তার সাড়াও মিলেছে বেশ। মানুষ এখন সবাই ঘরে। চোখ হাতে রাখা মুঠোফোন কিংবা ঘরের স্মার্ট টিভিতে। এ সপ্তাহে দুটি নতুন ছবি এবং ভিজ্যুয়াল অ্যালবামের খোঁজ মিলেছে।
ব্ল্যাক ইজ কিং
মহামারিকালের নতুন স্বাভাবিক মেনে বিয়ন্সেও নতুন চমক এনেছেন ভক্তদের জন্য। সম্প্রতি মুক্তি দিয়েছেন ভিজ্যুয়াল অ্যালবাম ব্ল্যাক ইজ কিং। যুক্তরাষ্ট্র যখন বর্ণবাদবিরোধী আন্দোলনে সোচ্চার, তখনই এই অ্যালবামের পরিকল্পনা করেন বিয়ন্সে। গান ও গল্প দিয়ে এ সময়ের দর্শকদের জন্য অ্যালবামটিকে প্রাসঙ্গিক করে সাজানো হয়েছে। ৩১ জুলাই এই অ্যালবাম মুক্তি পায় ডিজনি প্লাসে।
ডিটেকটিভ
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে তৈরি হয়েছে ডিটেকটিভ ছবিটি। এতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য্য, ইশা সাহা, সাহেব ভট্টাচার্য, অম্বরিশ ভট্টাচার্য ও তৃণা সাহা। জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবি মুক্তি পাচ্ছে হইচই-এ ১৪ আগস্ট। এই ছবি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন অনির্বাণ। তাঁর সাক্ষাৎকারটি দেখা যাবে আগামীকাল প্রথম আলো অনলাইনে।