Back To Blogs | My Blogs | Create Blogs

ডলি সায়ন্তনীর সংগীতজীবনে ব্যতিক্রম ঘটনা

গানের জগতে কয়েক দশকের বিচরণ ডলি সায়ন্তনীর। ১৯৮৯ সালে পেশাদার সংগীতজীবন শুরু করা ডলির জীবনে এবারই সবচেয়ে ব্যতিক্রম ঘটনা ঘটল। তিন মেয়েকথা, রিমঝিম ও ফাইজাকে নিয়ে গাইলেন নতুন একটি গান। এই গান তাঁকে করেছে আবেগতাড়িত। এমন অনুভূতি তাঁর পুরো জীবনে কখনো ঘটেনি বলে জানালেন প্রথম আলোকে।

তিন মেয়েকে নিয়ে ডলি সায়ন্তনী গাইলেন পারিনি ভুলতে শিরোনামের একটি নতুন গান। শিগগিরই গানটি তাঁর নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশ করবেন।

বড় মেয়ে কথা এর আগে টুকটাক গান গাইলেও মায়ের সঙ্গে এবারই প্রথম গাইল। আর ছোট দুই মেয়ের গান গাওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম হয়েছে। পারিনি ভুলতে শিরোনামের গানটি ইংরেজি ও বাংলায় তৈরি হয়েছে। ইংরেজি অংশের কণ্ঠ দিয়েছে মেয়েরা আর বাংলায় গেয়েছেন মা। এভাবে গানটি তৈরির পরামর্শ দিয়েছেন ডলি সায়ন্তনীর স্বামী ফাইজান খান।
পারিনি ভুলতে গানের সংগীত পরিচালক আকাশ মাহমুদ। গতকাল বৃহস্পতিবার মগবাজারে সংগীত পরিচালক সুমন কল্যাণের ডি স্টেশন স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

ডলি সায়ন্তনী। ছবি: সংগৃহীত

তিন মেয়েকে নিয়ে গান গাওয়ার পরিকল্পনা কার ছিল, জানতে চাইলে ডলি সায়ন্তনী প্রথম আলোকে বললেন, এই গানটা আমার একা গাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে আমার স্বামী বলল, মেয়েরা বাসায় বসে আছে, ওদেরকে একটু ব্যস্ত রাখো। গানের শুরুর অংশটুকু মেয়েদের দিয়ে গাওয়াতে পারো। এদিকে মেয়েরাও প্রায়ই বলে, আম্মু বোরড। আম্মু বোরড। আমি বিষয়টি সুমন কল্যাণকে জানালাম, তিনি বললেন, কোনো সমস্যা নেই, চলে আসেন। গতকাল দুই মেয়েকে নিয়ে তাঁর স্টুডিওতে চলে গেলাম। দুজনে কণ্ঠ দিল, আর বড় মেয়ে মালয়েশিয়া থেকে মোবাইলে গানটি রেকর্ড করে পাঠিয়ে দিয়েছে।

মা ডলি সায়ন্তনী মেয়েদের সঙ্গে নিয়ে গান গাইতে পেরে ভীষণ খুশি। জানালেন, বড় মেয়ে কথা আগে থেকেই টুকটাক গান করত। তার ইউটিউবে গানগুলো আপলোডও করেছে। তবে মায়ের সঙ্গে প্রথমবার গাইল। বললেন, সন্তান জন্মের পর আমার যে রকম অনুভূতি হয়েছিল, মেয়েরা যখন সামনে গাইছিল, আমার কেন জানি সে রকম লাগছিল। আমি কাঁদছিলাম আনন্দে। গানটি ওরা গাওয়ার পর শুনে যে অনুভূতি হয়েছে, তা বলে বোঝাতে পারব না।

ঈদ উপলক্ষে গানটি ডলি সায়ন্তনীর ইউটিউবে প্রকাশিত হবে। ইংরেজি ও বাংলাদুই ভাষায় গানটির কথা লিখেছেন সুদীপ কুমার। কথায় কথায় ডলি সায়ন্তনী জানালেন, বড় মেয়ে টুকটাক গাইলেও ছোট দুই মেয়ে গান গাওয়া থেকে দূরে ছিল। তবে তারা নিয়মিত চর্চা করত। মায়ের সঙ্গে পারিনি ভুলতে গানটি গাওয়ার পর আরও নতুন গান করার উৎসাহ জন্মেছে বলে জানালেন ডলি। তিনি বলেন, আমাকে দুই মেয়ে বলল, মা, আমরা আরও কিছু গান গাইতে চাই। পুরোনো দিনের কিছু ভালো লাগার গান কাভারও করতে চাই।


Akash Ahmed  

124 Blog posts

Comments