এমনকি ‘শত্রু’র কাছ থেকেও শ্রদ্ধা পান ধোনি

Comments · 1495 Views

মহেন্দ্র সিং ধোনির শ্রেষ্ঠত্ব এখানেই। প্রিয়জনদের কাছ থেকে তিনি জন্মদিনের শুভেচ্ছা তো পানই, তাঁকে শুভেচ্ছা কিংবা শ্রদ্ধা জানাতে এতটুকু কার্পণ্য করে না তাঁর শত্রুরাও। নিজের ৩৯তম জন্মদিনের ধোনিকে ভালোবাসা জানালেন চিরশত্রু পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার ওয়াকার ইউনিস।

ক্রিকেটে ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী। চিরশত্রু বলাটাও বাড়াবাড়ি হয় না। আন্তর্জাতিক রাজনীতিতে এই দুই দেশ দুই মেরুতে অবস্থিত। ভারত কোনো কিছু সাদা বললে পাকিস্তানের সেটি কালো বলা চাই-ই। কিন্তু ধোনির ক্ষেত্রে যেন দুই দেশ মিশে যায় একই ধারায়। ওয়াকার ধোনির বিপক্ষে খেলেননি। কিন্তু পাকিস্তানের কোচ কিংবা পাকিস্তান দলের ব্যবস্থাপনার অংশ হিসেবে দেখেছেন দুর্দান্ত ধোনিকে। সেই ধোনি কেমন সেটিই ওয়াকার জানিয়েছেন এক অনলাইন আড্ডায়।

ধোনির শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে যেন ভাষা হারিয়ে ফেলেছেন পাকিস্তানের বোলিং কিংবদন্তি, কী দুর্দান্ত, কী অসাধারণ এক ক্রিকেটার ধোনি! সে যেভাবে ভারতে নেতৃত্ব দিয়েছে, সেটি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। সে দারুণ একজন নেতা, যে ক্রিকেটটা খুব ভালো বোঝে।ওয়াকারের কাছে দারুণ লাগে ধোনির উঠে আসার গল্প, ভারতের একটি ছোট্ট শহর থেকে উঠে এসে সে যে উচ্চতায় নিজেকে নিয়ে গেছে, সেটা অবিশ্বাস্য। সে ভারতের মতো একটি বড় দেশ আর ক্রিকেটশক্তিকে নেতৃত্ব দিয়েছে। তাঁর এই অর্জন একটা কীর্তিই। মানুষ হিসেবেও দুর্দান্ত।'

ওয়াকার অবশ্য মনে করেন ভারতের ভয়ডরহীন দলে পরিণত হওয়া সৌরভ গাঙ্গুলীর হাত দিয়েই শুরু হয়েছে। ধোনি সৌরভের যোগ্য অনুগামী হিসেবে রিলে রেসের ব্যাটনটা নিয়ে সামনের দিকেই এগিয়েছেন, ভারতের উন্নতির শুরুটা সৌরভের হাত ধরেই। ধোনি এটাকে এগিয়ে নিয়ে গেছে নিজের যোগ্যতা দিয়ে। তাঁর নেতৃত্বে ভারত দুটি বিশ্বকাপ জিতেছে। সে তাঁর দেশ, জাতির এক অনন্য সৈনিক। আমি তাঁকে শ্রদ্ধা করি।'

Comments