সবার আগে যেভাবে JSC, JDC ও PSC/EBT রেজাল্ট দেখবেন তার সম্পূর্ণ নিয়ম দেখে নিন। SMS ও ওয়েব সাইট

Comments · 2464 Views

সবার আগে যেভাবে JSC, JDC ও PSC/EBT রেজাল্ট দেখবেন তার সম্পূর্ণ নিয়ম দেখেনিন। SMS ও ওয়েব সাইট

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই। আপনাদের সুবিধার জন্যকি ভাবে JSC, PSC পরিক্ষার রেজাল্ট দেখবেন তার সব রকম নিয়ম নিচে তুলে দেওয়া হল

আজ ২৪ এ ডিসেম্বর রোজ সোমবার। একসাথেJSC, PSC পরিক্ষার রেজাল্ট প্রকাশ হবে। নিচের নিয়মে রেজাল্ট দেখার জন্য ১২ টার পর চেষ্টা করবেন।এর আগে পাবেন না।

JSC ও JDC রেজাল্ট এর জন্যঃ

পরীক্ষার্থীর নিজের রেজাল্ট এর জন্য রেজিঃ নাম্বার ছাড়া
http://eboardresults.com/app/stud/বা
রেজিঃ নাম্বার দিয়ে
http://www.educationboardresults.gov.bd/regular/index.php
পুরোস্কুল এর রেজাল্টসকল বোর্ডঃ
http://eboardresults.com/app/stud/?rtype=6বা
http://mail.educationboard.gov.bd/web/
স্কুল এরEIIN Number

PEC রেজাল্ট এর জন্যঃ

শুধুমাত্র এক জন পরীক্ষার্থীর রেজাল্ট দেখতে
http://dperesult.teletalk.com.bd/dpe_result.phpবা

http://180.211.137.51:5839

http://www.dpe.gov.bd/

Proxy Server Click Here

নাম্বার সহ PSC রেজাল্টঃ

http://dperesult.teletalk.com.bd/dpe.php
থানা কোড পেতে নিচের লিংক এ ক্লিক করুন
Bangladesh All Thana Code

JSC, JDC ও PEC রেজাল্ট SMS এর মাধ্যামে দেখার নিয়ম

১.জেএসসি পরীক্ষার ফলাফল জানতে,JSCবোর্ডের প্রথম ৩ অক্ষরRoll নম্বরYear লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন। উদাঃ JSC DHA 123456 2018 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
২.জেডিসি পরীক্ষার ফলাফল জানতে,JDC মাদ্রাসা বোর্ডRoll নম্বর Year লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন।
উদাঃ JDC MAD 123456 2018 এবং পাঠিয়ে দিন16222 নম্বরে।
৩.পিএসসি পরীক্ষার ফলাফল জানতে,DPE Student ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাঃ DPE 123456 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
৪.একতেদায়ী পরীক্ষার ফলাফল জানতে,EBT Student ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাঃ EBT 123456 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

সবাইকে ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য।আমাদেরসাথেই থাকুন।

Comments