বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রের ভূবনে পা রাখেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেতা অঙ্কুশ হাজরা। এছাড়াও এই জুটি অভিনয় করেছেন কলকাতার বিবাহ অভিযান ছবিতে। ছবিটি মুক্তি পায় গত বছর ২১ জুন।
এদিকে, দীর্ঘ ৭ বছর প্রেমের পর প্রেমিক রনি রিয়াদ রশীদের সঙ্গে গত ২১ মার্চ বাগদান সেরেছেন ফারিয়া। বাগদানের সংবাদটি ফারিয়া নিজেই জানিয়েছে তার ফেসবুকের মাধ্যমে। শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসবেন বলেও জানিয়েছেন ফারিয়া।
রবিবার বিবাহ অভিযান ছবি মুক্তির এক বছর পূর্তি উপলক্ষে অঙ্কুশ মজা করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে ছবির একটি পোস্টার এবং ফারিয়া ও তার হবু বরের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, আমার প্রথম বিবাহবার্ষিকীতে আমার বউ অন্য কারও হয়ে গেল! তাকে ভালোবাসি তাই যেতে দিলাম। সুখে থেকো প্রিয়তমা।