কারওয়ান বাজারে দিনে–দুপুরে ছিনতাই–চুরি করা সেই সোহেল আটক

注释 · 1383 意见

রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় দিনেদুপুরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত যুবক সোহেলকে (৩০) আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে পুলিশ তাঁকে আটক করে। আটকের পর তাঁকে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে।

পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মো. মাহমুদ খান এ কথা জানান। তিনি প্রথম আলোকে বলেন, রাত সোয়া ১০টার দিকে সোহেল নামের ওই যুবককে ফার্মগেট হলিক্রস কলেজের সামনের ক্রসিং থেকে আটক করা হয়। তাঁর সম্পর্কে আরও খোঁজখবর নেওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানায়, আটক সোহেল বলেছেন তিনি একজন মাদকসেবী। রাতে মাদকসেবন করে ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার ফুটওভার ব্রিজ ও রাস্তার পাশে ঘুমিয়ে থাকেন। দিনের বেলা সুযোগ বুঝে মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও ছিনতাই করেন। তাঁর গ্রামের বাড়ি শরিয়তপুর। তিনি ঢাকা শহরে ভাসমান ব্যক্তি হিসেবে বসবাস করেন।

২২ জুন সন্ধ্যায় প্রথম আলো অনলাইনে দিনে-দুপুরে ছিনতাই-চুরি সবই করেন তিনি শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর পুলিশের অভিযানে সোহেল আটক হন। পুলিশ জানিয়েছে তাঁরা ফার্মগেট, কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে।

注释