যারা হ্যাকিং শব্দটির সাথে মোটামুটি জড়িত রয়েছেন, তারা নিশ্চয় জানেন, হ্যাকিং করার জন্য অনেক টাইপের টুলসের প্রয়োজন পড়ে। এখন, প্রত্যেকটি নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট টাইপের টুল রয়েছে, কিছু টুল সিঙ্গেল কাজ করতে পারে আবার কিছু টুল মাল্টি কাজ করতে পারে। এখন প্রত্যেকটি টুল একটি একটি করে খুঁজে বের করে ইন্সটল করা বা প্রথমত টুলের নাম খুঁজে বেড় করা অনেক সময় সাপেক্ষ কাজ, আর সত্যি বলতে যারা কেবল হ্যাকিং শিখতে আরম্ভ করেছেন তাদের কাছে অনেক কষ্টের কাজও বটে। এ ক্ষেত্রেই চলে আসে কালি লিনাক্স এর প্রয়োজনীয়তা, যেটাকে সকল হ্যাকিং/সিকিউরিটি টুলকিটের মাদার বলতে পারেন।
চলুন দেখে নেই কিছু অসাধারণ ও শক্তিশালী টুলস
কিছু জনপ্রিয় কালি লিনাক্স টুল
১।NMAP:NMAPবাNetwork Mapperহচ্ছে কালি লিনাক্সের এমন একটা টুল যেটা দিয়ে আপনি যেকোন নেটওয়ার্কের বিষয়ে জানতে পারবেন। যেমন ধরুন নেটওয়ার্কে কোন কোন পোর্ট খোলা আছে,UDPস্ক্যান করা,TCPস্ক্যান করা, সার্ভার ভার্সন ডিটেক্ট করা ইত্যাদি। এটা আপনি লিনাক্স বা উইন্ডোজ ২ টার জন্যই পাবেন। কিন্তু লিনাক্সে সুবিধা একটু বেশি পাবেন। এটা একদম ফ্রি, এর জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবে না। আর সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা তে গ্রাফিক্যাল ইন্টারফেস আছে সুতরাং কালি লিনাক্স ব্যবহার করলেও আপনাকে হাজার কমান্ড ব্যবহার করে এটাকে ওপেন করতে হবে না।
২।Metasploit Penetration Testing Software:এটা হচ্ছে কালি লিনাক্সের সব থেকে জনপ্রিয় পেনিট্রেশান টেস্টিং টুল। যদিও এটা মূলত একটা হ্যাকিং ফ্রেম-ওয়ার্ক। এটাকে বানিয়েছে Rappid7 নামে কোম্পানি। এটার মাঝে আপনি অনেক টুল পাবেন যেগুলো দিয়ে আপনি ফ্রিতে পেনিট্রেশান টেস্টিং করতে পারবেন। যেমন ধরুন এখানে আপনি এন্ড্রয়েড এর জন্য পেলোড বানাতে পারেন, সার্ভার এট্যাক দিতে পারবেন ইত্যাদি। আপনি যদি একজন পেনিট্রেশান টেস্টার বা এথ্যিক্যাল হ্যাকার হতে চান তাহলে অব্যশ্যয় এই টুলটি নিয়ে বিশদ জ্ঞান থাকতে হবে।
৩।Aircrack-ng:Aircrack-ngহচ্ছে কালি লিনাক্সের একটি ওয়্যারলেস হ্যাকিং টুল। কালি লিনাক্সের যত গুলো ওয়্যারলেস হ্যাকিং টুল আছে তার মাঝে এটা হচ্ছে জনপ্রিয়। এটাতে আপনি WPA/WPA2 এনক্রিপশন ক্র্যাক করতে পারবেন এবং WEP KEY কিছু সময়ের মাঝেই ক্র্যাক করা সম্ভব। এছাড়া এটা দিয়ে প্যাকেট সংগ্রহ,deauthentication, fake access points,