চাকরির নামে প্রতারণা থেকে সতর্ক থাকুন (বিস্তারিত)

আমাদের এই পোষ্ট এর শিরোনাম ছিলঃ চাকরি নামে প্রতারণা থেকে সতর্ক থাকুন (বিস্তারিত)

কয়েকদিন থেকে আমি অনেক গুলো গ্রুপ এ অতিরিক্ত পরিমানে এসব ভুয়া চাকরির খবর পোষ্ট হচ্ছে আবার সেই পোস্ট এ কমেন্ট ও শত শত তাই পোষ্ট করতে বাধ্য হলাম

নিচের কিছু পোষ্ট এর স্ক্রিনশট দেয়া হলো দেখে নিন

অনেকে হয়তো বুঝতে পেরেছে এগুলো কত খানি সত্যি বাংলাদেশের এমন অবস্থা হয়েছে যে, বর্তমানে যে কোন চাকরির কথা শুনলেই হইছে আর মাথা ঠিক থাকে না অবশ্য এটি কারো দোষ না এটি হলো বেকারত্ব সমস্যা ।

এগুলা পোষ্ট করা হয় বেশির ভাগ ডিফেন্স রিলেটেড গ্রুপএ কারন খারাপ লাগলেও সত্যি টি হলো ডিফেন্স এর সৈনিক এর চাকরির জন্য যারা আবেদন করে মানে ক্যান্ডিডেট তারা একটু সহজ সরল তাই সেই গ্রুপ গুলো কেই টার্গেট করা হয়।

বাকি দের উদ্দেশ্য বলতে চাই এগুলা ১০০% ভুয়া আপনার কাছে কিছু টাকা নিয়ে প্রতারণা করবে সুতরাং এগুলো ফাঁদে কেও পা দিবেন না চাকরির উদ্দেশ্য।

আশা করি সবাই সর্তক থাকবেন কিছু করার আগে ভেবে চিনতে যাচাই করে করবেন

*ভাবিয়া করিও কাজ,করিয়া ভাবিও না*

Comments