গ্রামীণফোন ব্যবহারকারীদের প্রতি মিনিটে কল চার্জ বৃদ্ধি পাবে

গ্রামীণফোন ব্যবহারকারীদের প্রতি মিনিটে কল চার্জ বৃদ্ধি পাবে, কারণ গ্রামীণফোন উল্লেখযোগ্য বাজার শক্তি বা এসএমপি অপারেটর হিসাবে ঘোষিত হয়েছে। এই সিদ্ধান্ত গতকাল মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টাসাজিব ওয়াজেদ জয়এবং টেলিকম বিভাগের মহাসচিবমুস্তাফা জব্বার

মুস্তফা জব্বার জানান, উল্লেখযোগ্য বাজার শক্তি বা এসএমপি অপারেটর হিসাবে ঘোষিত নিষেধাজ্ঞার অংশ হিসাবে গ্রামীণফোনের সর্বনিম্ন কল রেট বাড়ানো হবে।

এসএমপি একটি নিয়মাবলী যা কোন কম্পানি যদি বাজারের ৪০% দখল করে তাহলে তাকে এসএমপি ঘোষণা করা হয় এবং সেই কম্পানিকে এসএমপি বিধিনিষেধ আরোপ করা হয়।

গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিকম রেগুলেটরি সংস্থা বিটিআরসি গ্রামীণফোনকে এসএমপি ঘোষণা করে।

বর্তমানে, প্রতি মিনিটের জন্য অপারেটরদের সর্বনিম্ন কল রেট ০.৪৫ টাকা এবং মূল্য সংযোজন কর ও অন্যান্য দায়িত্ব যোগ করার পরে চার্জ এক মিনিটের জন্য ০.৫৪ টাকা পর্যন্ত বাড়বে।

তবে গ্রামীণফোনের ক্ষেত্রে অন্য, গ্রামীণফোন ইতিমধ্যে বাজারে গড় ০.৭০ টাকা প্রতি মিনিটে চার্জ করছে বা করবে।

Comments