Back To Blogs | My Blogs | Create Blogs

আসছে ছয় ক্যামেরা বিশিষ্ট স্যামসাং গ্যালাক্সি নোট ১০

আসছে ছয় ক্যামেরা বিশিষ্ট স্যামসাং গ্যালাক্সি নোট ১০

স্যামসাং গ্যালাক্সি এস১০ এর ঘোষণার এক মাস পর গুঞ্জন শুনা যাচ্ছে গ্যালাক্সি নতুন নোট ১০ বা নোট এক্স ডিভাইস সম্পর্কে।

ব্যক্তিগতভাবে গ্যালাক্সি নোট ডিভাইসগুলো আমার কাছে বেশ ভালো লাগে এবং আমি নোট ডিভাইসগুলো রিলিজের আশায় থাকি।

স্যামসাং গ্যালাক্সি নোট ৯ গ্রাহকদের বেশ সাড়া পাওয়া গিয়েছিলো। তো এখন কথা বলা যাক আপকামিং নিউ গ্যালাক্সি নোট ১০ বা নোট এক্স (Galaxy note 10 or Galaxy note X) সম্পর্কে।

Samsung Galaxy Note X Display Size

নোট ৯ এর ফুল ডিসপ্লে ছিলো ৬.৪ ইঞ্চি। তবে গুজবে শুনা গেছে গ্যালাক্সি নোট এক্স এর ডিসপ্লে ৬.৫ ইঞ্চি QHD AMOLED ইনফিনিটি ডিসপ্লে।

স্যামসাং এর ১০ বছর পূর্তি উপলক্ষে হয়ত এই ডিভাইসেও আমরা বড় কোন চমক দেখতে পাব। থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Samsung Galaxy Note X Processor And Memory

গ্যালাক্সি এস ১০ প্রসেসর হিসেক করলে গ্যালাক্সি নোট ১০ এ আমরা বেশ বড় প্রসেসর ও মেমরি স্পেস এর আশা করতে পারি।

এটি প্রায় নিশ্চিত যে গ্যালাক্সি নোট ১০ এক্সটিনস ৯৮২০/স্ন্যাপড্রাগন 855 প্রসেসরের সাথে ১টিবি স্টোরেজ এবং ১২ জিবি RAM থাকবে।

স্যামসাংয়ের বর্তমান হার্ডওয়্যারগুলির মতোই এটিতেও এন্ড্রয়েড ৯ পাই থাকবে। তবে এন্ড্রয়েড এর নতুন ভার্সন এন্ড্রয়েড Q আপডেট কসবে কি না তা এখনও বলা যাচ্ছে না।

Samsung Galaxy Note X Cameras

গ্যালাক্সি নোট ১০ বা নোট X ডিভাইসে থাকবে পেছনে চারটি ক্যামেরা ও সামনে দুই ক্যামেরা। ফোনটিতে গ্যালাক্সি এস ১০ এর চেয়ে কিছুটা উন্নত ক্যামেরা দেখা যেতে পারে সফ্টওয়্যার এর দিক থেকে।

ফোনটির সামনে গ্যালাক্সি এস ১০ এর মতো থাকবে ১০+৮ মেগাপিক্সেল সমৃদ্ধ দুই ক্যামেরা।

ফোনটির ব্যাকসাইডে থাকছে ১২+১২+১৬+১৩ মেগাপিক্সেল প্রাইমারি ফউরথ ক্যামেরা সাথে ডুয়াল পিক্সেল সেন্সর।

Samsung Galaxy Note X Battery

ফোনটিতে থাকছে ৪০০০ এমএএইচ এর বিশাল ব্যাটারি। কিন্তু দামের তুলনায় এর চেয়ে বেশি পারফর্মেন্স সমৃদ্ধ ব্যাটারি দেওয়া উচিৎ ছিলো।

কেননা শাওমি এর চেয়ে কম দামে আরো হাই কোয়ালিটি সমৃদ্ধ ব্যাটারির মোবাইল অফার করে থাকে তাদের ক্রেতাদের।

Samsung Galaxy Note X With 5G

যেহেতু এস ১০ এ আমরা ৫জি ইন্টারনেট কানেকশন দেখতে পেয়েছি সেহেতু নতুন গ্যালাক্সি নোট ১০ এ থাকবে ৫জি ইন্টারনেট কানেকশন। ফোনটির মোট ২ টি সংস্করণ থাকবে। একটি ৫জি ইন্টারনেট কানেকশন ও অন্যাটি ৪জি ইন্টারনেট কানেকশন সমৃদ্ধ।

Samsung Galaxy Note X Release Date

গত কয়েক বছর ধরে স্যামসাং তাদের নোট সিরিজের ফোনগুলো জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে রিলিজ করেছে। অন্যাদিকে এস সিরিজের ফোনগুলো বছরের শেষের দিকে বা বিছরের শুরুর দিতে লঞ্চ করে থাকে।

সেহেতু আমরা আশা করতে পারি এই বছরের আগস্টের দ্বিতীয়ার্ধে গ্যালাসি নোট ১০ রিলিজ হতে পারে।

Samsung Galaxy Note X Price

ফোনটির দামে এসেছে বিশাল পরিবর্তন। গ্যালাক্সি নোট ৯ এ ১২৮ জিবি স্টরেজ ও ৬ জিবি RAM এর মডেলের দাম ছিলো ১৪৯৯ ডলার।

কিন্তু নতুন গ্যালাক্সি নোট ১০ এর ৫জি সংস্করণটি প্রায় ২০০০ ডলারের কাছাকাছি থাকবে ও ১টিবি স্টোরেজ ও ৫জি এবং ১২ গিগাবাইট RAM সমৃদ্ধ ফোনটি প্রায় ৩০০০ ডলার হতে পারে।

এছাড়া বাকি সবকিছু নোট ৯ এর মতোই। তবে বেশকিছু জায়গায় নোট ৯ এর চেবে বেট্টার পারফর্মেন্স করবে এই ফোন।


Comments