?নিউজ?

?আগামী ০৪শে ফেব্রুয়ারি থেকে সময় কমিয়ে ২০২১ খ্রিষ্টাব্দে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২য়,৪র্থ,৬ষ্ট পর্বের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
?২০১০ ও ২০১৬ প্রবিধানের সব বিষয়ের ৩ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টা ও ২ ঘণ্টার পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিট মেয়াদে নেয়া হবে।
?পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে মুদ্রিত মোট নম্বরের অর্ধেক বা ৫০ শতাংশ উত্তর দিতে হবে।
? সব বিভাগের যে কোন প্রশ্ন থেকে শিক্ষার্থীরা ৫০ শতাংশ উত্তর দিতে পারবেন। আর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে মোট নম্বরের বিপরীত রূপান্তরিত করে ফল নির্ধারণ করা হবে।