আলহামদুলিল্লাহ ❣️❣️
আজকের দিন টা আমার জন্য খুব আনন্দের?? আজ ১৭-০১-২০২১,, ১ বছর আগে ঠিক এই একই দিনে আমার সাথে একটা মেয়ের পরিচয় হয় । তার পর থেকে রোজই কথা,,মাঝে ছিলো অনেক মান অভিমান?? তবুও এখনো বন্ধন টা ভাঙ্গেনি । রয়েগেছে এখনো সুসম্পর্ক ❣️❣️ পরিচয় টা ফেসবুকে হলেও আমার কখনো মনে হয়নি যে আমরা একে অপরের থেকে অনেক দূরে । হাঁটি হাঁটি পা পা করে আমাদের সম্পর্ক টার ১ বছর পূর্ণ হলেও দেওয়া হয়নি আমাদের সম্পর্কের কোনো নাম । আজো আমার মনে প্রশ্ন? এটা কি ভালোবাসা?? আর যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে কি সেটা পূর্ণতা পাবে??
তবে হ্যাঁ অনেক রিলেশনশিপ আছে যেগুলা ২ মাস ও টিকে না । সেই অনুযায়ী আমাদের সম্পর্ক টা অনেক অনেক ভালো আছে । সম্পর্ক টা নাম ছাড়া হলেও এর মাঝে রয়েছে অনেক অনেক ভালোবাসা ??
দোয়া করি প্রিয় তুমি সব সময় ভালো থাকো❣️❣️তোমার সকল মনের আশা পুরন হোক । হাসি খুশিতে থাকো প্রত্যেক টা মুহূর্ত । তোমার বাবা মার দোয়া সব সময় তোমার সাথে থাকুক??
জানি না আগামী বছরে তোমাকে নিয়ে এমন পোস্ট করতে পারবো কিনা?? তবে আল্লাহর কাছে আমার প্রার্থনা আল্লাহ যেনো কোনো না কোনো সম্পর্কের মাধ্যমে তোমার আমার পরিচয় টা অটুট রাখে❣️❣️
# Happy 1st Year familiar anniversary ??

MD Sagor Hossain
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Emon Hasan
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Akash Chowdhury
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Emon Islam
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟