যদি কখনো কেউ তোমার নামে কিছু বলে তাহলে মন খারাপ করো নাহ। যখন তারা নিজের নাম বানাতে পারবে না তখন তারা তোমার নামে বদনাম করবে। ভয় পাবে না হয়তো আজ সে তোমার কমতির কারণে তোমাকে reject করছে কিন্তু মনে রেখো তোমার ভিতরের আত্নবিশ্বাস তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। আর তোমাকে তোমার প্রতিটি প্রশ্নের মিলে যাবে। মানুষ আজকেও বলছে কালকেও বলবে। যখন তুমি অনেক উপরে যাবে তখনও বলবে। কারণ মানুষের কাজই হলো বলা।