মাঝেমাঝে একটু সাহস নিয়ে বাপকে বলেই ফেলতে ইচ্ছা করে- "এসব পড়াশোনা আমাকে দিয়ে হবে না। আমি পড়াশোনা ছেড়ে আউট বই পড়বো, লিখবো, ছবি আঁকবো। বাই চান্স, বড় হতে হতে নজরুল বা পাবলো পিকাসো হয়েও যেতে পারি!!একটা চান্স দাও প্লিজ।এভাবে আমার সোল মরে যাচ্ছে।" কিন্তু এরপর আমার বাবা অধিক শোক নিয়ে বলবে- "তোকে ফ্রিতে খাওয়াবো না। যা, দোকানে কাজ কর।" এজন্য আর কিছু বলা হয়ে ওঠে না আমার।?