রিতা: কই তুমি?
রাজ: এত রাতে কই থাকব। বাসায় আমি।
রিতা : আসবা একটু?
রাজ:কোথায়?
রিতা:আমাদের বাসায়,,
একটু দেখব তোমায়।
রাজ: মাথা ঠিক আছে!
এত রাতে??
রিতা: আমি তোমাকে আসতে বলছি।।। আস্তেই হবে।
রাজ: কালকে ত কলেজে দেখা হচ্ছে। তুমি এখন ঘুমাও।।। ওকে।
রিতা: তুমি যদি না আসো ___ তার পর বুঝবা গফ কি জিনিস।
ফোনটা কেটে দিলো।
(কি জেদি মেয়ে)
না জানি আজ কপালে কি আছে। এমন মেয়ের সাথে প্রেম করতেছি যার ফাদার ব্রাদার দুজনে র্যাব।
রিতার ভাইতো আবার তামিল মুভির সেই ভিলেন টার মতো কি যেন নাম মনে নাই।
ভয়ে ভয়ে বাসা থেকে বের হলাম ।
তৃব্র শীত ঘন ঘন কুয়াশা__এই পাগলিটার প্রেমে পরে
আমি এখন দিশেহারা।
১০ মিনিট পায়ে হেটে
এখন আমি রিতাদের সেই ৩ তলা বাসাটার সামনে।
গেটে তালা।।।
ভেতরে ৩টা সিকুরিটি গার্ড।
রাত তখন ১টা।
অনেক লাফা লাফি করে বীনা কষ্টে ভিতরে প্রবেশ করলাম।।।
দেখলাম সব সিকুরিটি গার্ড ঘুমের ঘোরে বিভর হয়ে আছে।
সিক্ত হাতে পাইপ বেয়ে অনেক কষ্টে দুতলায় যখন পৌছালাম তখনি বাঁশির আওয়াজ!!
৫ সেকেন্ডে নিচে নেমে আসলাম।।
নিচে নেমে বুঝলাম
সালা হুদাই সিগ্নাল মারছে।
এনার্জি ডেমারেস হয়ে গেছে।
আর উপরে উঠে কাজ নাই।
বাসায় ফিরে যাই।।
পরের দিন কলেজে গেলাম
দেখলাম রিতা
কলেজে আসে নাই।
কল দিলাম...
দুঃখিত আপনার কাঙ্খিত নাম্বারে...
সারাদিন ট্রাই করে
গেলাম বাট একেই দায়লগ।
এর পর আর একমাস
কোনো কন্ট্রাক হয়নি
তার সাথে।
খুব কষ্ট হচ্ছে...
ভাবতেই অবাক লাগে..
রিতা আমার সাতে
এত দিন কথা না বলে
থাকতে পারে।
রাত ১১টা ৫৫ মিনিট
চোখ বন্ধ করে শুয়ে আছি। ঘুম আস্তেছেনা।
হঠাৎ আমার কপালে কোনো কোমল ঠোঠের
উষ্ণতা অনুভব করলাম।
চোখ খুলে দেখি পাগলি টা আমার বাসায় চলে আসছে।
র্যাবের মেয়ে বলে কথা।
ইচ্ছে মত জরিয়ে ধরলাম
শক্ত করে।।।
সে চিৎকার করে
বলে উঠলো
হ্যাপি বার্থডে!!!
আমি ভয়ে তার মুখে
হাত দিয়ে বললাম...
মা জেগে যাবে তো!
একটু পরেই আমার রুমে
মায়ের প্রবেশ...
হাতে কেক!!
গল্পঃ অনুভূতি

Matthieu Le
Deletar comentário
Deletar comentário ?
MD Asadujjaman Raja
Deletar comentário
Deletar comentário ?