হঠাৎ করেই একদিন আপনার দুআ গুলো কবুল হয়ে যাবে। যে দুআ করতে গিয়ে আপনার কন্ঠ হয়েছিল কান্না বিজরিত, চোখ দিয়ে ঝরছিলো অজস্র জল। সেই দুআ যখন হুট করে মহান রব্বুল আলামীন কবুল করে নিবেন, সেদিনও আপনার চোখজোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রুকণায় ইং শা আল্লহ!
সেদিন হয়তো ফিসফিস করে বলে উঠবেন
"হে আমার পালনকর্তা!
আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হয়নি"
(সুরা মারইয়াম ১৯ঃ৪) ?

image