পোস্ট লিখে আয় ১০ টাকা হলেই পেমেন্ট বিস্তারিত নিচে -?
যারা আমাদের সাথে এতদিন কাজ করেছেন এবং এই পোষ্ট দেখার পর যারা আমাদের সাথে কাজ করতে চান তদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।
বেশি সৌজন্যে সাক্ষাত ছেড়ে কাজের কথায় আশি।
আমাদের ওয়েবসাইট http://bookrack24.com এর জন্য লেখক প্রয়োজন। কি ধরনের লেখা সাইটে গেলে বুঝতে পারবেন তারপর ও অসুবিধা হলে আমাকে ফোন করতে পারেন মোবা : 01929-300601. তারপরও বলে দেই এখানে পিডিএফ ফাইল আপলোড, টেকনোলজি জাতীয় লেখা ,খেলাধুলা জাতীয় সংবাদ দেওয়া হয়। আপনি প্রতি পোস্ট এর জন্য পাবেন ৩/৫ টাকা। অর্থাত ৩০০ শব্দের উপরে গেলে ৫ টাকা তার কম হলে ৩ টাকা। ১০ টাকা হলেই পেয়ে যাবেন।
বিদ্র : কপি পেষ্ট হলে টাকা পাবেন না।
আরো বিস্তারিত জানতে পেজে লাইক দিয়ে সংঙ্গেই থাকুন।