দূরত্ব অনেক তবুও ভালোবাসার কমতি নেই ।
প্রতিদিন দেখা হয় না তবুও ভালোবাসা কমে না ।
- একটু দেখা করতে হাজারো plan আর বিদায়ের বেলায় চোখে এক রাশি জল নিয়ে বাসায় ফিরে ।
- সপ্তাহে ৬দিন এ Brkup রাগ অভিমান এ সেই মিষ্টি Nickname টা Remove . কিন্তু দিন শেষে দুজন আবার এক হয়ে যাওয়া । আবার সব আগের থেকেও মিষ্টি হয়ে
যায় ।
- কেউ একজন বলতে থাকে»» মেসেজ দিবা না তুমি ,
কিন্তু অপর জন বেহায়ার মত দিতেই থাকে । অবশেষ যখন সে বুঝতে পারে»» সে তার কাছে অক্সিজেন , তার ছোট এক রাজ্যের রানী , ড্রিম গার্ল , পরী কন্যা , ভালো থাকার একমাত্র ওষুধ , আমাকে ছাড়া বাঁচবে না , ৭০০ কোটি মানুষের মাঝে সেই তার কাছে সেরাএকজন , সব কিছুর বিনিময়ে হলেও সে শুধু আমাকেই চায় আর কিচ্ছু দরকার নেই তার , তখন সেও তার রাগ অভিমান ভুলে , আবার আগের মতো হয়ে যায় ।
আগের থেকেও ভালোবাসা আরও একটু বেশি বেড়ে যায় ।
- দূরত্বের কারণে কখনো ভালোবাসা কমে না, বরং বেড়ে যায় ।
সত্যিকারের ভালোবাসা দূরত্বকে হার মানায় , অনুভূতিকে নয় ।

image