#কাতার
১১ হাজার ৫৮৬ বর্গকিলোমিটার আয়তনের কাতারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিতে সময় লাগে মাত্র ২ ঘন্টা। কাতারের তিন দিকেই সাগর। বর্ডার এবং স্থল সংযোগ আছে সোদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে। কাতারের জনসংখ্যা ২৭ লক্ষ। ২৭ লাখ মানুষের মধ্যে প্রায় ৯০ শতাংশই বাইরের দেশের যার মধ্যে বাংলাদেশীর সংখ্যা ৩ লাখ। ১৯৯৬ সালের ১ নভেম্বর কাতার সরকার স্যাটেলাইট টিভি চ্যানেল আল জাজিরা প্রতিষ্ঠিত করে যার লোগো তৈরি করে বাংলাদেশী ব্যক্তি মাওলানা নুরুল হক। আল জাজিরা হল আরব বিশ্বের প্রথম মুক্ত স্বাধীন...