ক্রিং... ক্রিং... ক্রিং... ক্রিং...

বল্টু : হ্যালো, দোস্ত তুই
কই??

পল্টু : আমি তো বাসায়ই ।

বল্টু : দোস্ত, এক্ষুণি আমার
বাসায় চলে আয় ।

পল্টু : ক্যান, কি হইছে?

বল্টু : ভীষণ বিপদে পড়েছি
রে দোস্ত, তুই তাড়াতাড়ি
চলে আয় ।

পল্টু : কি বলিস রে, প্রায়
রাত ১টা বাজে, এখন আমি
যেতে পারব না ।

বল্টু : তুই এইকথা বলতে
পারলি? তুই আমার বেস্ট
ফ্রেন্ড হয়েও আমার বিপদে
এগিয়ে আসবি না?

পল্টু : আচ্ছা, আগে বলবি
তো কি হইছে?

বল্টু : আগে তুই বাসায়
আয়, তারপর বলছি ।

পল্টু : ওকে, আসছি!

কিছুক্ষণ পর..
পল্টু বল্টুর বাসায় আসলো,
এসে দেখে যে বল্টু তার
বিছানায় শুয়ে আছে ।
এরপর..

পল্টু : হুম, বল কি বিপদ?

বল্টু : আর বলিস না দোস্ত,
খাওয়াদাওয়া শেষ করে
বিছানায় শুয়ে পরেছি কিন্তূ
লাইটটা অফ করতে ভুলে
গেছি । আমি আবার লাইট
জ্বালানো থাকলে ঘুমাতে
পারিনা । তাছাড়া শীতের
দিনে এত ঠান্ডার মধ্যে
বিছানা থেকে উঠতে মন
চাইছে না । তাই, তোকে
ডেকে আনলাম ।
তুই, একটু লাইটটা অফ
করে দে তো!!

বল্টুর কথা শুনে,
পল্টু #বেহুশ

ওরে বল্টুরে কেউ #মাইরালা