ধরে নিন, একটা গৃহকর্মী প্রতিদিন নির্যাতিত হচ্ছে। খাবার নেই কোথাও, সেই সাথে শারীরিক - মানসিক নির্যাতন তো আছেই...
এখন, আপনি তার পাশে গিয়ে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে পেট ভরে খাওয়ানো কি তার জন্য উপকার হবে নাকি তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে আপনার বাসায় আশ্রয় দিলে উপকার হবে?
হ্যা...!! এতোক্ষণ যে উদাহরণটা ছিলো সেটা রোহিঙ্গাদের নিয়েই। ত্রাণ নিয়ে এসে একবেলা দেখে গেলেই রোহিঙ্গাদের পাশা দাঁড়ানো হয় না। বরং, ত্রাণবাহী জাহাজটা খালি না নিয়ে অন্তত ২০ জন অসহায় রোহিঙ্গাদের নিজ দেশে নিয়ে যাওয়া হোক। আমরা তো ইতিমধ্যেই হিসেব ছাড়াই কয়েক লাখ আশ্রয় দিলাম।
মনে রাখবেন, এক ব্যাগ বিরিয়ানির বিনিময়ে সস্তা আবেগ কিনা যায়। সত্যিকার অর্থে সহায়তা নয়।
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?