পাশাপাশি দুটি রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলার পর এক রাজ্যের রাজা সন্ধি-প্রস্তাব পাঠালেন অন্য রাজ্যের রাজার কাছে। সন্ধি-প্রস্তাব নিয়ে রওনা হল অল্পবয়সী এক দূত। সন্ধি-প্রস্তাবদি রাজার হাতে দিতেই রাজা বললেন, তোমাদের দেশে কি পুরুষ মানুষের এত অভাব যে, এমন একজন দূত সাজিয়ে পাঠানো হয়েছে যার এখনো দাড়িই গজায় নি।

দূতটি বলল, আমাদের মহারাজ যদি জানতেন যে, দাড়িকেই আপনি পৌরুষের একমাত্র লক্ষণ বলে ভাবেন, তবে তিনি অবশ্যই আমাকে না পাঠিয়ে একটা প্রমাণ সাইজের রামছাগল পাঠাতেন।