গল্প:-- "হেডমাষ্টারের princes"
.
লেখক:- #RJ_Nayem_Ahmed
.
পর্ব:--০২~~~♥
.
.
আমি: ইয়ে মানে আপনি তো বল্লেন যে আপনি নাকি আমাকে খেলা দেখাবেন তাই লজ্জা করছে আসলে এই প্রথম মেয়ে সামনে খেলা দেখাবে |
মেয়ে: ওরে কচি খোকা আসো তোমাকে খেলা দেখাচ্ছি |
আমি: সত্যি আগে কথা থেকে শুরু করবেন ?
মেয়ে: আচ্ছা বাবু মাথাটা নিচু করো |
অতঃপর তাদের কথা মতো মাথা নিচু করলাম ভাবলাম এটা নতুন রুল যে মাথা নিচু করলাম সেই দুম দাম পিঠের উপর ঘুশি আর থাপ্পর শুরু তখন সে বল্লো----->
মেয়ে: কেমন খেলা দেখলা ?
আমি: এই প্রথম মেয়েরা মাইর দিলো আহারে কত যে মজা |
মেয়ে: কি বল্লি ?এই দোষ্ট চল আবার দেই ওরে দলাই |
আমি: এই না না প্লিজ আমাকে ছেরে দিন আমি এখানে নতুন তার উপর আমি নিষ্পাপ একটা শিশু প্লিজ ছেরে দিন |
মেয়ে: ওরে আমার শিশু তখন মনে ছিলো না এটা ?
আমি: আসলে তখন বুঝতে পারি নি যে আপনারা গুন্ডা থুক্কু গুন্ডি|
মেয়ে: হ্যা আমরা গুন্ডির দল কিন্তু তোকে তো ছারবো না তুই কার সাথে বেয়াদবি করছিস |
আমি: আচ্ছা এখন কি আপনার পা ধরতে হবে আচ্ছা ধরছি ?
মেয়ে: এই কি করছিস ছার বলছি ?
আমি: কেনো আমি তো অপরাধ করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি |
মেয়ে: হইছে থাক আর অপরাধী সাজতে হবে না কখন না আবার অপরাধী গান শুরু করে দিবি |
আমি: ওহ ঠিক বলছেন খারান বলতেছি------> ও গুন্ডি ও গুন্ডি রে তুই অপরাধীরে আমার মতো নিষ্পাপ শিশুকে দে ছাইরা দে|
অতঃপর গান তারা শুনার পর সবাই হাসছে আর সে দেখি রাগে ফুলতেছি তখন আমি বল্লাম---->
আমি: আচ্ছা গানটা কি খারাপ হয়েছে আচ্ছা নতুন একটা বলবো?
মেয়ে: হারামজাদা তোর গানের গুষ্টি কিলাই তোকে আজকেই মেরেই ফেলবো তুই আমাকে চিনিস না |
আমি: এই প্লিজ এভাবে থ্রেড দিবেন না আর না হলে আমি আবার হিশু মানে প্যান্টে মুতে দেই |
কথাটা শুনার পর সে ও তার ফ্রেন্ডরা সবাই হাসতেছে অতঃপর সে বল্লো----->
মেয়ে: হাহাহা তোর কথা শুনে আমার এখনো পেটে ব্যাথা করছে তুই দেখি অনেক ভিতু |
আমি: হ্যা আমি অনেক ভিতু আবার মাজে মাজে অনেক রাগি তাই তখন রাগে কথাগুলো বলছি |
মেয়ে: আর এখন সেই রাগ কথায় ?
আমি: ঐযে বল্লাম খুব ভিতু |
মেয়ে: শালার আগে জানতাম পরুষ রা নাকি বীর পরুষ হয় আর তুই দেখি ভিতুর ডিম |
আমি: কি করবো বলেন আপনাদের মতো ইয়া বড় হাতি যদি আক্রমন চালান তাহলে আমি শেষ |
মেয়ে: কি আমরা হাতি দোষ্ট আমাদের হাতি বলছে এই মালটাকে আবার দলাই দিতে হবে |
তার এক বান্ধুবি বল্লো------>
বান্ধুবি: হ রে দোষ্ট মালটা সেই চালাক এইটাকে ছেড়ে দেওয়া যাবে না |
আমি: এই আপনারা এত মাল মাল করছেন কেনো আমি একজন সাধারন নিষ্পাপ মানুষ প্লিজ আমাকে যেতে দিন দেরি হলে আবার আমার ভাইয়া আক্রমন চালাবে |
মেয়ে: হাহাহা এত বড় দামরা ছেলে এখনো মাইর খায় |
আমি: আচ্ছা বায় কাল দেখা হবে টাটা |
যেই যেতে লাগলাম সেই আমার কলারটা টান দিলো আর বল্লো---->
মেয়ে: এই হারামজাদা কথায় যাস তোর তো এখনো সাস্তিই হয়নি|
আমি: হায়রে আমার কপাল এ আমি কার কপালে পরলাম |
মেয়ে: এখনো তো কিছুই করি নি যখন কলেজ থেকে বের করে দিবো তখন বুজবি যানিস আমার আব্বু পুরা স্কুল আর কলেজ দেখা শুনা করে |
আমি: ওহ তার মানে আপনার আব্বু আমাদের নাইট র্গাড না দারোয়ান আচ্ছা রাতে দেখাশুনা করে নাকি দিনে ?
মেয়ে: হারামজাদা তুই কি বল্লি আমার আব্বু নাইট র্গাড আর কি দারোয়ান তোকে তো মেরেই ফলবো ঐ দোষ্ট তোরা রট টা নিয়ে আয় |
আমি: এই না না প্লিজ ছেরে দিন আমি মরে যাবো আর আপনারা কি মানুষ একটা নিষ্পাপ শিশুকে রট দিয়ে পিটাবেন |
মেয়ে: রাখ তোর শিশু এর আগে কত পিটাইছি কিন্তু আজকে তোকে সত্যি সত্যি মেরে ফেলবো লাগলে জেলে যাবো তুই আমার আব্বুকে কি বল্লি ?
আমি: এই না আমাকে মারবেন না আর আমি চাই না আপনার মতো সুন্দর একটা মেয়ে জেলে যাক |
মেয়ে: পাম মারিস আমাকে কিছু বুজি না ?
আমি: আচ্ছা আপনি বলুন আপনি বল্লেন যে আপনার আব্বু স্কুল ও কলেজ দেখা শুনা করে তাই আমি ভাবলাম যে নাইট র্গাড বা দারোয়ান ও হতে পারে তাই না বলুন ?
মেয়ে: দেখ তোর কথা শুনে কিন্তু আমার শরিরে রাগের আগুন জলতেছি |
আমি: আচ্ছা তাহলে ঠান্ডা পানি নিয়ে আসি |
মেয়ে: উফফ তোকে কালকেই কলেজ থেকে বের করে দিবো |
আমি: কেনো আপনি কি আমাদের কলেজের প্রিন্সিপাল ?
মেয়ে: হায়রে হারামজাদা আমি না আমার আব্বু আর আব্বু শুনতে পারলে যে কি করবে ?
আমি: ও আচ্ছা তাহলে আপনি কি হেড মাষ্টারের মেয়ে ?
মেয়ে: এই আমি হেড মাষ্টারের মেয়ে হতে যাবো কেনো ?
আপনারা বুঝলেন নাতো আসলে তার আব্বু স্কুলের হেড স্যার আর কলেজের প্রিন্সিপাল পরুটা তার দায়িত্বে তাই তাকে রাগানোর জন্য বল্লাম তাই এটা হেড মাষ্টারের শয়তান মেয়ে এখন গল্পে আসি------>
আমি: আপনি তো বল্লেন যে আপনার আব্বু স্কুল আর কলেজ দেখা শুনা করে তাই তো বল্লাম হেড মাষ্টার |
মেয়ে: আরে হারামজাদা আমার আব্বু প্রিন্সিপাল |
আমি: ঐ একি হলো |
মেয়ে: অনেক বক বক করছিস এখন তোর মাইরের পালা আর কাল কলেজ থেকে বিদায় দিবো |
একটু আবেগ দেখিয়ে বল্লাম----->
আমি: আজ আমি গরিব বলে কোনো রকম কলেজে র্ভতি হইছি অনেক কষ্ট পরাশুনা করি কি আর করার অন্য কলেজে দেখি আবার র্ভতি হতে পারি কিনা[ চাপা ]
মেয়ে: আহারে আমি বুজতে পারি নি আচ্ছা সরি |
যাক চাপাটা কাজে লাগলো পরে আমি বল্লাম----- ♥
.
.
"To be Continue"