গল্প :-
----------""অহংকারী মেয়ে"" ♥
.
লেখক:- #Nayem_Ahmed
.
★-------- পর্ব :--- 2 ~~~
.
.
শান্তর আশে পাশের চেয়ারে এনি আর এনির কিছু বন্ধু বসে আছে।হঠাৎ একটি মেয়ে এসে শান্তর সাথে বসে।
-হাই(মেয়েটি)
-হাই
-কেমন আছো?
-ভালো
-চলো
-কোথায়
-নিরিবিলি জায়গায়।
-কেনো?
-কথা বলবো
-না আমি যাবো না
-ভয় পাও নাকি?
-আমার ভালো লাগে না তাই যাবোনা,এখানে ভয়ের কি হলো?
তখন মেয়েটি শান্তর কাধে হাত রাখে
-ছাড়ুন বলছি
-না ছাড়লে কি করবা?
শান্ত তখন পিছনের দিকে চেয়ে দেখে এনির বন্ধুরা এসব দেখে হাসাহাসি করছে, শান্তর তখন বুঝার বাকি থাকলো না যে মেয়েটা কিসের জন্য তার সাথে এমন করছে।
-আমাকে এসব করে কি মজা পাও? একটু হাসাহাসি করো তাই না? আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি করতা? আমি গরিব বলে এসব করো তাই তো?
-আসলে.....
-হয়ছে আর বলতে হবে না, এনি আমাকে সহ্য করতে পারে না।কিন্তু আমাকে সাথে করে নিয়ে আবার এখানেও আসছে।আমি আগেই জানতাম এনি আমাকে নিশ্চয় অপমান করার জন্য নিয়ে আসছে।
বলো তোমার সাথে কোথায় যেতে? আড়ালে নিয়া কিছু মার খাওয়াবা তাই তো? আড়ালে দরকার নেই আমার মতো ছ্যাচরা, ছোটলোক কে সবার সামনেই থাপ্পর মারা যায়। যেমন টা প্রায় সব ধনি লোকরা ই করে। আমাকে এখানেই থাপ্পর মারো, কিচ্ছু বলবো না বলে শান্ত চোখের পানি ছেরে দেয়।
মেয়েটি এসব শুনে তার হাসি মুখটা যেনো নিমিষেই খারাপ হয়ে যায়।
-স্যরি
-ছোট লোককে স্যরি বলা দরকার হয় না বলে শান্ত চেয়ার ছেরে উঠে গাড়িতে গিয়ে বসে থাকে।
রাত ৩বাজে তখন এনির মা শান্তর মোবাইলে ফোন করে।
-হ্যা আন্টি বলেন
-বাবা অনুষ্টান কি এখনো শেষ হয় নাই?
-প্রায় শেষ
-ওকে, তারাতারি এসে পর
-ওকে
শান্ত ফোন রেখে বাহিরে গিয়ে দেখে এনি সহ তার বন্ধু বান্ধবীরা নাচানাচি করছে।
শান্ত তখন নিজে নিজেই একটা হাসি দেয় আর বলে এটা-ই বুঝি বড়লোকদের নাচ।
শান্ত এনিকে ডাক দিয়ে মোবাইল দেখিয়ে ইশারা করে তখন এনি মোবাইল বের করে। দেখে তার মা তাকে অনেকগুলো কল দিয়ে রাখছে।এনি তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে এসে পরে।
গাড়িতে উঠার পরে.....
-এই তারাতারি চালা(এনি)
-মদ পান করছো?
-বিয়ার খাইছি
-ওহহহ
-হ্যা
শান্ত বুঝতে পারে এটা হয়তো তাদের নিত্যদিনের অভ্যাস। না হলে একটু হলেও মাতাল হতো কিন্তু তাকে দেখে মনে হয় না সে মাতাল।
কয়েকদিন পরে শান্ত ভার্সিটিতে যায়।
ভার্সিটিতে যাওয়ার পরে
নিধির সাথে দেখা হয়।
নিধির সাথে একই টেবিলে ক্লাস করে বাসায় ফিরে।
শান্ত প্রায় সময় ই বিকালে সময় টা কাটায় ছাদে।
শান্ত ছাদে বসে বসে আর ভাবে আজ যদি আমার মা-বাবা থাকতো কতো ভালো হতো।
ক্লাস করে ডিরেক্ট মায়ের বুকে ফিরতে পারতাম।মা তুমি কেনো আমাকে ছেড়ে চলে গেলা? আমার কিছু ভালো লাগে না রে মা।মা তুমি যাওয়ার সাথে আমাকে কেনো নিয়ে গেলা না?
আমার সামনে যখন বন্ধুদের মেবাইলে মা নামে সেইভ করা নাম্বারে ফোন আসে তখন অনেক খারাপ লাগে রে মা।
সবার মোবাইলে মায়ের কল আসলেও আমার মোবাইলে আসে না।হ্যা আল্লাহ্ আমার মা-বাবাকে নিয়ে আমাকে কেনো একা রেখে তাদের নিয়ে গেছো?
এসব বলতে বলতে শান্ত একটু শব্দ করে কান্না করে দেয়।
কতক্ষণ পরে এনি আসে।
-ভালোই প্রেম করছিস(এনি)
-কে?
-তুই
-কার সাথে
-ওমাহহহহহ এত ভাব নিচ্ছিস কেনো?
-কে ভাব নিচ্ছে
-নিধির সাথে যেভাবে কথা বলিস, মনে হয় অনেক আপন কেউ
- আমার ভালো লাগছেনা প্লিইজজ আমাকে এখন কোনো পেইন দিও না
-কিহহহ আমি তোরে পেইন দেই?
-মাফ চাই এখন যাও
-এটা আমার বাসা, আমার যেখানে মন চায় আমি সেখানেই থাকবো, আমাকে তুই নামার কথা বলার সাহস পেলি কোথায়?
-স্যরি বলে নিচে নেমে যায়।
রাতের খাবার খাওয়ার সময়............
-তুই এখানে বসলি কেনো?(এনি)
-তো কোথায় বসবো?
-কুকুর যেমন মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে খায় তুই ও তেমনি খাবি কারন তুই তো আমাদের বাসার কুকুর
-ওহহ আচ্ছা তুমি খাও আমি গেলাম
-যাহহহ
আজকে এনির বাবা ও এনির মা দুজনে বেড়াতে গেছে।এনির মা-বাবা সামনে থাকলে হয়তো এসব বলতে পারতো না।
শান্ত খেতে বসেও না খেয়ে চলো আসছে এনির কথার জন্য।
রাত শেষ হয়ে সকাল হয়।
এনি সকাল সকাল উঠে বের হয়ে যায়।
কতক্ষণ পরে শান্তর মোবাইলে একটা ফোন আসে।
-শান্ত কোথায় তুমি? (নিধি)
-এইতো বাসায়
-বাইরে বের হবা?
-হুমম কেনো কোনো কাজ আছে?
-পার্কের দিকে আসো
-ওকে
শান্ত বের হয় নিধির সাথে দেখা করার উদ্দ্যেশে। নিধি ই শান্তর রিয়েল ফ্রেন্ড কারন সবসময় শান্তর খবর নেয় শান্তর সাথে ক্লাস করে।
পার্কে যাওয়ার পরে নিধির সাথে আড্ডা দিয়ে রেস্টুরেন্টে ডুকলো তখন খেয়াল করে দেখে পাশের টেবিলে এনি আর ঐ ছেলেটা বসে বসে কথা বলছে আর হাসাহাসি করতাছে।
একসময় তারা বের হয়ে যায়।
৩০-৩৫ মিনিট পরে শান্ত ও নিধি ও বের হয়ে যার যার বাসার উদ্দ্যেশে চলে যায়।
শান্ত বাসায় যাওয়ার ৫-১০ মিনিট পরে এনির মোবাইল থেকে ফোন আসে।
-শান্ত ২৭ নাম্বার রোডের ৫নম্বর বাসায় তারাতারি আয় প্লিইজ
-কি হয়ছে
-তারাতারি আয় বলে ফোন কেটে দেয়।
শান্ত তখন গাড়ি নিজে ড্রাইভ করে জায়গা মতো গিয়ে দেখে ভিতর দিয়ে দরজা বন্ধ।
শান্ত কয়েকটা ধাক্কা দেওয়ার পরে দরজা খুলে।
দরজা খোলার সাথে সাথে ২টা মেয়ে এসে শান্তকে জড়িয়ে ধরে বলে কাকে পছন্দ হয়? নাকি দুজনের সাথেই করবা?
শান্ত মোটেও এসবের জন্য প্রস্তুত ছিলো না । শান্ত জোর করে তাদের হাত থেকে ছুটে এসে পরে।
বাসায় যাওয়ার পরে শান্ত এগুলো ভাবছে আর বলছে এনি আামকে এসব জায়গার ঠিকানা কেনো দিলো।
ওর ফোনের সময় তো মনে হয়ছিলো বড় কোনো বিপদে পরছে।
এনি বাসায় আসার পরে দেখে শান্ত তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে।
-কিছু বলবি?
-আমার সাথে এসব করার মানে কি?
-কি করছি
-ফোন করে কোন জায়গার ঠিকানা দিছো?
-ওহ সেই ব্যাপার
-এসব করলা কেনো?
-হি হি হি
-এখানে হাসার কি আছে?
-আমি তো মনে করছিলাম তুই যাবি না,কিন্তু তুই তো গেলি
-মানুষের বিপদে মানুষ এগিয়ে যেতে হয় আর হ্যা এসব নিয়ে মজা করলে যেদিন সত্যিই বিপদে পরবা তখন কেউ যাবে না
-আমাকে তোর জ্ঞান দিতে হবে না
বলে এনি তার রুমে চলে গেলো।

-দোস্ত(এনির বান্ধবী জুই)
-হুম বল(এনি)
-শান্ত কি তোদের বাসায় থাকে?
-এটা কি তুই নতুন জানিস?
-তোদের বাসায় থেকে ও কিভাবে ক্লাসের টপ ছাত্র হয়?
-জানিনা, এত্তো প্যারা দেয় তা ও পড়ালেখা ঠিকঠাক চালিয়ে যায়।
-ওরে আর এভাবে জ্বালা দিস না
-কেনো?
-ভাগ্যের কথা তো বলা যায় না, একদিন তোর ভাগ্যে ও জুটতে পারে
-জুইইই (রাগি সুরে)
-দেখতে কিন্তু সেই লেভেলের কিউট
-তোর ফকিন্নি মার্কা নজরে এমন ই লাগবে বলে এনি জুইকে ছেড়ে ক্লাসে চলে যায়।
ক্লাস শেষে এনি সামনে চেয়ে দেখে শান্ত আর নিধি একসাথে হেসে হেসে কথা বলছে আর হাটছে।
এটা দেখে এনির রাগ আরো বেড়ে যায়।
এনি বাসায় গিয়ে দেখে শান্ত তখন ও বাসায় যায় নাই।
এনি বাসায় যাওয়ার ৩০-৩৫ মিনিট পরে শান্ত বাসায় যায়।
-এতক্ষণ কোথায় ছিলি?(এনি)
-তোমার কাছে বলতে হবে?
-এই ছোটলোকের বাচ্ছা , তোরে বলছি না আমাকে কখনো প্রশ্ন করবি না
-ওহহ
-বল কোথায় গেছিলি?
-নিধির সাথে তাদের বাসায় গেছি
-ওখানে গেলি কেনো? তাদের বাসায় কুকুর নাই? কুকুরের অভাব হয়ছে?
-তুমি তো ভালোই পড়ালেখা করো।
মানুষকে কুকুরের সাথে তুলনা করো।
-তুই মানুষ? আমার মনে নাই তো
-এনি একটা কথা মন দিয়ে শুনো,এখন আমি যেই পজিশনে আল্লাহ্ এর রহমতে একবছরের মধ্যে পজিশন টা চেইন্জ হয়ে যাবে।
-তখন কি আমাকে মারবি?
-আমি কি এসব বলছি?
-তোর কথায় বুঝা যায় তুই আমাকে ভয় দেখাচ্ছিস
-তোমার মাইন্ড ঠিক করো বলে.................
.
.
♥-----"To Be Continue"---♥