*আমেরিকাতে রেল স্টেশন,বাসষ্ট্যান্ড প্রভৃতি জায়গায় জুতা পালিশ করার জন্য অটোম্যাটিক মেশিন রাখা আছে l
মানুষ তাদের জুতোসহ একটা পা মেশিনের ভিতর ঢুকিয়ে দেয়,মেশিন একটা ঘরঘর আওয়াজ তুলে নিমেষের মধ্যে জুতোকে চকচকে পালিশ করে দেয়,তারপর পা-টা বের করে অন্য পাটা যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দিলে সেই পায়ের জুতোও নিমেষের মধ্যে যন্ত্রটি চকচকে পালিশ করে দেয় l

দ্বিতীয় পায়ের জুতো পালিশ হওয়ার পর যতক্ষণ না পর্যন্ত পেমেন্ট বক্সে ধার্য্য করা ডলার ফেলা হয়, ততক্ষণ পর্যন্ত দু-নম্বর পা-টা মেশিন থেকে বের করা যায় না I

সদ্য আমেরিকায় যাওয়া এক বাঙালি বিষয়টা লক্ষ্য করে আশ্চর্য হয়ে গেলো l পাশাপাশি,সে আমেরিকানদের নির্বুদ্ধিতায় মুচকি-মুচকি হাসতে লাগলো l সে ভেবে পেলো না, এই নির্বোধ আমেরিকানরা কিভাবে সারা বিশ্বে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করে ?

যাহোক,অতঃপর বাঙালি ভাইটি গেল নিজের জুতো পালিশ করাতে I
প্রথমে সে ডান পা-টা মেশিনে ঢুকিয়ে জুতোটাকে পালিশ করে নিল I
ডান পা-টা পালিশ হওয়ার পর বাম পা-টা সে আর ওই মেশিনে ঢুকালো না I
সে চলে গেল অন্য আর একটা মেশিনে। সেখানে সে বাম পায়ের জুতোটা পালিশ করে গটগট করে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল l

image