একটা ট্রাকে লাশ নিয়ে সৈয়দপুর থেকে দিনাজপুর যাচ্ছে, পথিমধ্যে ড্রাইভারের চায়ের নেশা ধরলো,
তাই গাড়ি থামিয়ে ড্রাইভার এবং হেলপার রানীরবন্দরে চা খেতে নামলো,
তারা দোকানে বসে চাঁ খাচ্ছে ।
এদিকে অন্য একটা লোক বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেক রাত হয়ে গেছে,
গাড়ি না পেয়ে রাস্তায় বসে ছিল,,।।
ট্রাকটি দেখে ভাবলো এই ট্রাকটা খালি-
ওদেরকে না বলে উঠে পড়ি,
যেমন ভাবনা তেমন কাজ, উঠে পরলো ট্রাকে- উঠে লাশটার উপরই বসে পড়ল,
অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না।
অতপর ড্রাইভার হেলপার চা খাওয়া শেষ করে গাড়ি চালিয়ে যাচ্ছে,
কিছুখন পর ট্রাকে বসা লোকটা একটা সিগারেট ধরিয়ে মনের সুখে টানতে লাগল।
হঠাৎ হেলপার দেখলো পিছনে লাশটা বশে সিগারেট টানছে:
:> হেলপার ভয়ে ভয়ে বলল- ওস্তাদ গাড়ী থামান
:> কেন
:> দেখেন লাশটা বসে সিগারেট টানছে
:> ধুর ব্যাটা এটা কেমনে হয়
:> দেখেন না আপনি, ওস্তাদ আমি ভাগলাম.......
এবার দুজনে (ওস্তাদ & হেলপার) গাড়ী থামিয়ে নামলো দেখার জন্য কি ব্যাপার?
লাশের উপর বসা লোকটা সিগারেট টানতে টানতে বললো…
কিরে গাড়ি থামালি কেন?
এই শুনে ওস্তাদ- এবার কাম সারছে কইয়া দুজনে দিল খিচ্চা দৌড়,
দৌড়ের দৃশ্য দেখে লোকটা ভাবলো মনে হয় কোন সমস্যা হইছে তা_না_
হলে ওরা দৌড়াবে কেন?
সে…ও তাদের পেছনে দিল দৌড়,
হেলপার পিছনে তাকাইয়া দেখে লাশটাও তাদের পিছনে দৌড়াইতাছে,
বললো: ওস্তাদ
আজ আর রক্ষা নাই ঐ দেখেন লাশটাও আমাদের পেছনে দৌড়াচ্ছে, তারাতারি জান বাচাইয়া ভাগেন।!
…………
…।