ভালবাসা........

আমার নাম নিল, বাবা মা কেউ নেই
একটি এতিম খানায় বড় হয়েছি।
অনেক কষ্ট করে বি এ পাস করেছি
কিন্তু চাকরি পাচ্চি না।কয়েকটা
টিউশনি করে বাসা বাড়া টি দিয়ে
কোন রকমে খেয়ে পরে বেচে আছি।
একদিন সকালে টিউশনে যাওয়ার
পথে দেখি একজন বৃদ্দ
মহিলা ৭০ বছর বয়স হবে রাস্তার
পাশে বসে শীতে কাঁপছেন।
দেখে আমার খুব কষ্ট লাগলো
কারন নিজে ত মায়ের মুখ দেখিনি
তাই। আমি উনার কাছে গিয়ে
বললাম আপনি একা কেন আর
এখানে কি করছেন, উনি বললেন
উনার একটি ছেলে ছিল বড় লোকের
মেয়েকে বিয়ে করে বউয়ের হাত
ধরে চলে গেছে এখন আমি ভিক্ষে
করে খাই। আর এই রাস্তার পাশে
একটা ছোট ঘরে পড়ে থাকি।শুনে
আমার চোখের পানি এসে গেল।সেদিন
থেকে বড় লোকের মেয়ে দের আমি
দেখতেই পারি না।তখন ইচ্চা হচ্ছিল
বুড়া মা টি কে সাথে করে নিয়ে যাই
কিন্তু কই যাব আমার ই থাকার জায়গা
নাই।কিন্তু মনে মনে সপৎ করেছি যদি
কোন দিন আমার নিজের থাকার জায়হা
হবে উনাকে আমি আমার কাছে নেব।
তার পর আমি আমার নিজের গায়ের
সুইটার টা খুলে উনার গায়ে লাগিয়ে
দিলাম।তখন দেখলাম একটি মেয়ে
আমার দিকে খুব মায়া ভরা দৃশটি তে
তাকিয়ে আছে।আমি চলে গেলাম
সেইদিন থেকে আমি রোজ টিউশনে জাওয়ার
সময় উনার জন্য কিছু খাবার নিয়ে যেতাম।
আর ঠীক একি জায়গায় সেই মেয়েটি দাড়িয়ে
আমার দিকে তাকিয়ে থাকতো, ত মেয়েটি দেখতে খুব সুন্দর ছিল আমার ও কিছুটা ভাল
লেগে ছিল মেয়েটি কে।পরের দিন মেয়েটি
দেখলাম আমার দিকে এগিয়ে আসছে। কাছে
এসে বলল হাই আমি নিলা আপনার নাম
কি আমি বললাম আমার নাম নিল।
নিলা বললো বাহ নামেই ভিষন মিল।
আমাকে বলল আমি কি করি আমি
আমার সব বললাম, এখন নিলা কে
বললাম তুমি কি কর নিলা বললো
কিছুই করেনা পড়া লেখা করে আর তার
বাবা না কি রিক্সা চালান শোনে আমি অনেক
খুশি হলাম ভাবলাম আমার সাধ্যের ভিতরে
আছে।যাই হউক মেয়েটি বলল আমি আপনার
মানুষের প্রতি মায়া দেখে আপনার
প্রেমে পড়ে গেছি আমাকে কি বিয়ে করবেন।
আমি বললাম করবনা কেন কিন্তু আমার
যে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নাই।
নিলা বলল আমি শুধু আপনাকে চাই
আর কিছুই লাগবে না।সেই দিন থেকেই
আমাদের প্রেমের শুরু, কয়েকদিন পর
আমাকে বললো নিল চল তোমায় আমার
বাড়ি নিয়ে যাব বাবা মার সাথে পরিচয়
করাবো। আমিও বললাম চল যেতে লাগলাম
এখন কিছু দুর যাওয়ার পর তাদের বাড়ির
সামনে এসে গেলাম। নিলা বলল এটা আমাদের বাড়ি। বাড়ি দেখেই আমার মন
ভেজ্ঞে গেছে বিশাল বাড়ি কোটিপতি
ছাড়া এরকম বাড়ি বানাতে পারবেনা।
আমি বুঝেনিলাম নিলা একটা বড় লোকের
মেয়ে। তখন আমি বললাম নিলা তোমার
এই বড়িতে ডুকার যোগ্যতা আমার নেই
আমি চললাম আর যদি সত্যি আমায় ভালবেসে থাকো তাহলে এক কাপরে এই
মুহুর্তে আমার সাথে চল আমরা বিয়ে করে
সংসার করবো নিলা কিছুক্ষণ ভাবলো।
আমি ভাবলাম হয়তো আসবে আমি চলে
আসছি তখন নিলা বলল দাড়াও ভালবেসেছি
খেলা করিনি বাচতে হলে এক সাথে বাঁচবো
আর মরলে এক সাথে মরবো। আমরা কাজি
অফিসে বিয়ে করে নিলাম। কিছু দিন বেশ
আনন্দে কাটিয়েছি আমরা পরে আমার
দুইটা টিউশনি চলে গেল আর কোথাও যোগাড় ও করতে পারছি না সংসার নেমে আসল অভাব। ঘরে চাউল ডাইল কিছুই নেই
চাকরি খোজছি চাকরিও পাচ্ছি না।
সারাদিন ছোটাছুটির পর ক্লান্ত হয়ে
বাসায় গেলাম নিলা কে বললাম ঘরে
কিছু আছে নাকি ও বলল যা ছিল রান্না
করে ফেলেছি এখন হয়ে যাবে তুমি
হাত মুখ ধুয়ে এস আমি খাবার দিচ্ছি
আমি হাত মুখ ধুয়ে এলাম ও ভাত আনল
আমি বললাম তুমি খেয়েছো ও বলল হা
আমি খেয়ে নিয়েছি। আমি বুঝেনিলাম
যে ও খায়নি কারন যে আজ পর্যন্ত এক বেলা
আমায় ছেড়ে খায়নি সে আজ কি করে
খেয়ে নিবে নিশ্চয় খাবার কম তাই আমায়
খাইয়ে নিজে উপাস সুয়ে যাবে।আমার চোখে
জ্বল এসে গেল। এই কাজ টা শুধু বাংগালি
মেয়েরাই পারে।আমি নিলাকে বললাম
নিলা তুমি এত ভাল কেন আজ মনে হচ্ছে
পৃথিবীতে আমিই এক মাত্র ভাগ্যবান স্বামী
যে কিনা তোমার মত একটা বউ পাইছি।
এদিকে আসো যা আছে আমরা দুইজনে ভাগ্য
করে খাবো। তারপর আমি নিলার মুখে
নিলা আমার মুখে তুলে খাইয়ে দিল।
পরের দিন সকালে আমি আবার চাকরির
জন্য বের হলাম। পাইনি রাস্তার এক পাশে
বসে ভাবছি কি করবো ঠিক সেই সময়
রাস্তার মাঝ খান দিয়ে একটা লোক মদ
খেয়ে মদের বোতল হাতে নিয়ে হাটছে
ওদিক থেকে একটা ট্রাক আসছে আমি উনাকে
দৌড়ে গিয়ে বাচালাম উনাকে উনার বাড়ি
পৌছে দিলাম।তারপর উনাকে বললাম
এত বড় বাড়ি আর লোক জন কই উনি
বললেন কেউ নেই আমার আমি একা।
উনি বললেন তোমার কে কে আছে আমি বললাম আমিও এতিম আমারও কেউ নেই
এক বউ ছাড়া। উনি বললেন তুমি কি
কর আমি বললাম বি এ পাস করে বেকার
চাকরি পাচ্ছিনা। উনি একটা কার্ড দিয়ে
বললেন কাল এই ঠিকানায় এসো। পরের দিন
আমি গেলাম গিয়ে দেখি বিশাল অফিস উনি
সবাইকে এক জায়গায় এনে বললেন আজ থেকে ও আমার ছেলে আমার সমস্ত বিজনেস
ও দেখবে। আমারতো বিশ্বাস হচ্ছিল না
মনে হয়েছিল স্বপ্ন দেখছিলাম।এখন আমি
উনার সব কিছু দেখাশোনা করি আর আমার
নিজের একটা বড় বাড়িও বানিয়ে এখন আমার
টাকার কোন অভাব নেই সেই বূড়া মা কেও
আমাদের কাছে এনেছি এখন আমি আর এতিম না আমার বাবা ও আছেন মা ও আছে
আমি অনেক সুখি.......

image