~~~~~~~~♦কালো মেয়ে♦~~~~~~~~
{গল্পটা কাল্পনিক}
♠আমি সেই অপদার্থ, যে ক্লাস নাইনে একটা প্রেম কইরা ছ্যাকা খাই ছিলাম, তারপর এবার এইচ. এস. সি.পাস করে অনার্স ১ম বর্ষে ভর্তি হলাম। But আজ অবদি কোন মেয়ের সাথে আর রিলেশন করি নাই।
So আমার মনের এখন একটা ইচ্ছা অনার্স এ বইসা একটা প্রেম করমো, তাও ক্লাসের সব চেয়ে কালো চেহারার একটা মেয়ের সাথে।
জানি আপনারা এখন ভাবতেছেন সবাই সুন্দর সুন্দর মেয়ে খুজে প্রেম করে, আর সেখানে আমি এইরকম কালো মেয়ে খুজি কেন।
Please wait.... একটু পরেই বলি কেন এইসব এর কাররন.....
প্রথম দিন ক্লাস এ গিয়ে, ক্লাসের সব চেয়ে কালো মেয়ে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে অবশেষে একটা মেয়ে দেখলাম, যার চেহারা রং কলমের কালির মতই কালো।
মনে মনে ভাবলাম আমার সপ্নের রাণী পেয়ে গেছি।
ক্লাসে অনেক সুন্দর সুন্দর মেয়ে আসছে, আর সব ছেলেরা দেখি ঐ মেয়েদের সাথে বন্ধুত্ব করার জন্য একপ্রকারে ভিড় জমে গেছে। কিন্তু ঐ কালো মেয়ে টার সাথে কেউ মিশে না, এবং কথাও বলেনা, আর মেয়েটি ক্লাসের এক কর্নারে চুপচাপ মন খারাপ করে বসে আছে। আমি মেয়েটির দিকে এগিয়ে গেলাম,,,
তারপর বললাম হাই...আমি {শুভ}
মেয়েটি তখন বলল আমি {সকাল।}
আমি মেয়ে টিকে বললাম ভালই মিলে গেলো
{শুভ সকাল} আচ্ছা আমি কী তোমার ফ্রেন্ড হতে পারি? সকাল বলল অবস্যই।
আমি সকাল এর চোখে মুখে অবিশ্বাসের ছাপ দেখতে পেলাম, যেনো ও নিজেকে বিশ্বাস ই করতে পারতেছে
না যে আমি ওর ফ্রেন্ড হতে চাইছি, কারন কেউ সকাল এর সাথে ভালো করে কথাই বলে না।
আমি বললাম চল সকাল আমরা ঐ দিকে মাঠে গিয়ে বসি, সকাল বলল চলেন। আমরা মাঠে গিয়ে বসলাম,
তারপর আমি সকাল কে বললাম তুমি আগে কোন কলেজে ছিলা, সকাল বলল তিতুমীর কলেজে, ও খুব ভালো। এভাবেই আমাদের দুজনের বন্ধুত্ব হল,, কলেজে আসলে প্রথমে আমি সকাল কে খুজি আর সকাল ও আমাকে খুজে,,,,
এরকম দেখতে দেখতে ৩/৪ মাস কেটে গেল, আমি এখন সকাল কে ছাড়া এক মুহূর্ত ও থাকতে পারি
না, আর সকাল ও আমাকে ছাড়া থাকতে পারে না।
এবার আমি সকাল কে প্রপোজ করব ভাবছি।
তারপর ১৪ফেব্রুয়ারি কলেজে এসে সবার সামনে সকাল কে বললাম তোমার সাথে আমার কিছু কথা আছে, সকাল জি বলেন কি কথা বলবেন, তারপর আমি সকাল কে লাল টুকটুকে একটা গোলাপ ফুল দিয়ে সবার সামনে প্রপোজ করলাম..
বললাম.....{আই♥ইউ} সকাল
সকালের চোখ দিয়ে পানি জড়তে লাগল, এবং বলতে লাগল এ হয়না না শুভ, আমি বললাম কেনো হয় না?
সকাল বলল আমি কালো, আর আমার চেহারা খারাপ তাই, তারপর আমি বললাম তুমি কালো তো কি হয়েছে, তোমার ও তো ভালোবাসার অধিকার আছে তাই না। সকাল তখন বলল কিন্তু তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব, কেউ আমাকে মেনে নিবে না শুভ।
আমি সকাল কে বললাম, সেটা তোমাকে ভাবতে হবে না। আমি সব সামলে নিব। আম্তে আস্তে সকাল এর কাছে গেলাম, আর ওর চোখের পানি মুছে দিলাম।
তারপর সকাল আমাকে জরিয়ে ধরে বলল তুমি আমাকে কোনদিন ভূলে যাবে নাতো শুভ। আমি বললাম কোনদিন ও ভুলব না তোমায়। তারপর আমার আর সকাল এর প্রেম হয়ে গেল।
এরপর থেকে আমার বন্ধুরা আর আমার সাথে ভালো করে মিশে না, এবং কথাও বলেনা, কারন আমি সকাল এর সাথে প্রেম করি তাই।
একদিন আমার বন্ধু সাব্বির আর রাছেল বলল, তোর রুচিটা এত খারাপ শুভ, তুই সকাল এর মতো একটা কালো মেযের সাথে প্রেম করস। তুই আমাদের সাথে আর মিশবি না.. তারপর থেকে আমি একা একা থাকি।
তারপর আমি লেখা পড়া ছেড়ে দিলাম, আর এখন একটা কম্পানিতে Job করি, তাই ভাবলাম বাবা মাকে সকাল এর কথা জানাবো। যেই ভাবা সেই কাজ বাবা-মাকে জানালাম।
But বাবা মা কিছুতেই ঐ কালো মেয়েকে আমাকে বিয়ে করাবে না। তাই আমি মাকে বললাম আচ্ছা মা তুমি আর সকাল দুজন ই মেয়ে, তাহলে সকাল এর সমস্যা কি? তোমার দুটা হাত আছে ওর ও দুটা হাত আছে?তোমার নাক, কান, মুখ আছে সকাল এর সাথে ও আছে, আর সবচেয়ে বড় কথা হল ও একটা মানুষ।
আর আমরা যদি সবাই সুন্দরি মেয়ে খুজি, তাহলে এসব কলো মেয়েদের কে বিয়ে করবে এইরকম একটা মেয়ে যদি তোমারও থাকত, তাহলে তুমি কি করতে মা। তারপর মা- চুপ হয়ে গেল।
এইবার বাবা আমাকে বলল, আমি সমাজের সবাইকে কি বলবো? তারপর আমি বাবাকে বললাম রাখও তোমার সমাজ। সমাজের আট দশটা মানুষের মতো সকাল ও একটা মানুষ। তারপর মা আর বাবা দুজনে চুপ হয়ে গেল।
তারপর মা আর বাবা রাজী হয়ে গেল ধুমধাম করে আমাদের বিয়ে হলো। আমাদের এখন দুই বছর একটা মেয়ে আছে, আর তাকে নিয়ে আমরা খুব সুখে আছি।
{আসলে কালো বা ফর্সা কোনো বিষয় না, আসল বিষয় হলো সুখে থাকাটা, আপনি যদি একটা কালো মেয়েকে বিয়ে করে সুখে থাকেন আর সেটাই হল প্রকৃত সুখ।}
এইরকম হাজারও সকাল আছে আমাদের দেশে, যাদের কষ্টের কোন শেষ নেই। রাস্তাঘাটে চলার পথে তাদের শুনতে হয় হাজারও বাঝে কমেন্ট, আর বন্ধু বান্ধেবের কাছ থেকে অপমান আর কষ্ট, আর সমাজের কাছে তাদের তো কোন মূল্য নেই।
বন্ধুরা একটা কথা চিন্তা করে দেখ, আল্লাহতালা আমাদের যদি এমন কালো করে বানাতেন তাহলে সমাজের লোক আমাদের ও এমন চোখে দেখতো।
So কালো আর সুন্দর সব আল্লাহর তৈরি, কলো বলে মানুষ কে ঘিনা করা যাবেনা, এতে আল্লাহতালা বেরাজ হন।
{এখন বলি কেনো আমি কালো মেয়ে খুজছিলাম কারন কালো মেয়েরা খুব ভালোবাসতে জানে, কারন এদের কাছে সব সময় হারানোর ভয় থাকে, এরা একটু ভালোবাসার জন্য সব করতে পারে নিজের জীবন পর্যন্ত আপনার জন্য দিয়ে দিতে পারে, কারন এরা ভালোবাসা খুব কম লোকের কাছ থেকেই পায়, তাই ভালোবাসে যেন কষ্ট পেতে না হয়, তাই কলো মেয়ে খুজছিলাম।