#coming_soon_got_Marriage_2033

#দাম্পত্য_জীবনে_সুখি_হওয়ার_বেস্ট_ফমূর্লা :
# স্ত্রী কে বন্ধু বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিন বেস্ট ফ্রেন্ড ভাবুন । ?
# স্ত্রী কে যথাযত সম্মান দিন ও অফুরন্ত ভালোবাসুন।?
# স্ত্রীর কাছে মনের সকল কথা প্রকাশ করুন ও তার মনের কথা গুলো শুনুন। ?
# একসাথে এক বালিসে ঘুমান, আপনার বুকে স্ত্রী কে মাথা রেখে প্রতিদিন ঘুমাতে দিন ভালোবাসা বাড়বে আপনার প্রতি। ?
# রাতে দুজন ই এক সাথে জায়নামাজে দাড়িয়ে তাহাজ্জুতের নামাজ আদায়ের অভ্যাস করুন আল্লাহর সাহায্য পাবেন। ?
# তার জন্য মাঝে মাঝে অফিস বা কর্মস্থল থেকে ফেরার পথে তার পছন্দের আইসক্রীম, চকোলেট বা আচার আনুন অল্প টাকার গিফটে সে অনেক বেশি খুশি হবে। ?
# এক সাথে এক প্লেটে খাবার খান এবং তার মুখে লোকমা তুলে খাইয়ে দিন, সুন্নত ও আদায় হবে দুজনের প্রতি ভালোবাসা ও বাড়বে অনেক। ?
# স্ত্রী কে নিয়ে বৃষ্টির দিনে বাসার ছাদে বা পূর্ন পর্দা মুলক স্থানে বৃষ্টিতে ভিজুন, সুন্নত ও আদায় হবে স্ত্রী এবং আল্লাহ উভয় ই সন্তুষ্ট হবে। ?
# একসাথে থাকার কারনে মাঝে মাঝে রাগ অভিমান ঘটবে এটাই স্বাভাবিক। তার রাগের সময় রাসূল (স এর অনুরুপ স্ত্রী কে পিছন থেকে জরিয়ে ধরে তার পছন্দমতো কিছু উপহার দিয়ে রাগ ভাঙ্গান এটা সামান্য চকোলেট, ফুল ও হতে পারে এতে ভালোবাসার বন্ধন আরো সুদৃঢ় হবে। ?
# স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বের হন ফ্রেশ লাগবে তার মনটা। ?
# লান্চ একসাথে না করতে পারলে অন্তত কর্মস্থল থেকেই ফোন করে তাকে লান্চ করার কথা জিজ্ঞেস করুন। ?
# ছুটির দিন গুলোতে আপনি নিজে রান্নার কাজে তাকে সাহায্য করুন। ?
# মাঝে মাঝে নিজে রান্না করে তাকে খাওয়ান সে খুবই আনন্দিত হবে। ?
# তার পরিবারকে ও যথার্থ সম্মান ও ভালোবাসা দিন। ?
# মাঝে মাঝে তার চুলে তেল লাগিয়ে দিন, তার হাতের নখ গুলো কেটে দিন, হাতে মেহেদি পরিয়ে দিন তার অন্তরে প্রশান্তি মিলবে। ?
# এক সাথে হজ্জে যাবার জন্য দুজন আল্লাহর নিকট প্রার্থনা করুন আল্লাহ ব্যাবস্থা করেই দিবে। ?
# তার স্পেশাল দিন গুলাতে বার্থ ডে, বিবাহ বার্ষিকি তে তাকে ইউনিক কিছু গিফট / সারপ্রাইজ দিন। ?
# সর্বপরি তাকেই ভালোবাসুন তার প্রতি পূর্ন আস্থা রাখুন। নিজেকে হারম জিনিস থেকে বাচিয়ে তার দিকেই তাকিয়ে হাসুন, কষ্টে তার বুকে মাথা রেখেই কাঁদুন। ?
*** যখন কোন ব্যাক্তি তার স্বামী বা স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় মহান আল্লাহ ও আরশে আযীমে বসে সেই দম্পতীদের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়।
*** যে দম্পতীরা কোন নায়ক নায়িকা নয় বরং রাসূল (স কে ফলো করে ভালোবাসা-বাসি করে তাদের সংসারে কখনো ফাটল ধরে না। এবং আল্লাহর অসীম রহমতের বর্ষন ঘটে।
আমি আমার ব্যাক্তিগত মতামত থেকে এই পরামর্শ টি দিলাম আমার বিশ্বাস এই ফর্মূলা গুলো মেনে চললে পরকীয়া দাম্পত্য কলোহ কিছুই থাকবেনা।
#আমি_আমার_বৈবাহিক_জীবনে_এই_কাজ_গুলো_মাস্ট_করবো_ইনশাআল্লাহ_আপনি_করবেন_তো ?
[Riaz]

imageimage