হাসবেন কিন্তু লুঙ্গি
সাবধান ...
_______________________
এক ভদ্রলোকের পাঁচ
ছেলে l
বড় ছেলের
নাম ভাঙ্গা, মেজো
ছেলের নাম বাসি,
সেজো
ছেলের নাম পচা, তার
পরেরটার নাম মুতে এবং
ছোট টার নাম পাংচার।
একদিন ওদের বাড়িতে
এক অতিথি এলেনl
বাবা::- আপনি এসেছেনl
বসেন বসেন, ভাঙ্গা
চেয়ারটা নিয়ে আয়l
অতিথি::- না না আমি
বসবো নাl
বাবা::- আচ্ছা, না বসুন,
ভাত খাবেনতোl বাসি
ভাত
নিয়ে আয় l
অতিথি::- না না just
খেয়ে এসেছি। খাবোনা।
বাবা::- কিছুই খাবেন
না, তা হয় না। পচা দই
নিয়ে আয়।
অতিথি::- না না দই
খেলে আমার ঠাণ্ডা
লেগে যায়।
প্লিজ আমি খাবো না।
বাবা::- তা কি হয়?
কিছু না হোক অন্তত
এক গ্লাস
জল তো খান। ওরে মুতে
জল দে।
অতিথি::- আপনি থামুন
মশাই!!!
বাবা::- ইশ, আপনি
কিছুই খেলেন না,
ভালো লাগছে
না আমার।
অতিথি::-আমি
চললাম, পরে আসবো।
বাবা::- আপনি হেঁটে
এসেছেন।আপনাকে
কিন্তু
আমিহেঁটে যেতে দেবো
না। পাংচার
সাইকেলটা নিয়ে আয়....?