কোন এক সময় শুধু তোমাকে নিয়েই আমার সকল স্বপ্ন, সকল আশা, সকল চাওয়া পাওয়া ছিল। বলতে পার তুমি আমার একটা পৃথিবী ছিলে। ভাবছ কথাগুলো মুখের কথা, না এটা তুমি ভাবতে পার না কারন তুমি জানতে তোমাকে কতটা ভালোবেসে ছিলাম। কিন্তু এখন ভুলতে চাচ্ছি, শুধু মুক্তি নিতে চাচ্ছি এই নষ্ট স্মৃতিগুলো থেকে। জানি না কেউ কাউকে ঠিক এভাবে অসাধারন মিথ্যা ভালোবাসার অভিনয় করে কষ্ট দিয়েছে কি না!
.
আজ হয়তো ভাবছ হঠাত্ করে আমি এত বদলে গেলাম কেন? সত্যিই আমিও বদলে গেছি তোমার মত। তাই তো তোমার জন্য অপেক্ষায় আর নেই, তোমার জন্য হৃদয়ে একটু ভালবাসা ও আর নেই, মুছে দিতে চাচ্ছি তুমি নামক কষ্টটা কে। আর চাই না কোন এক পথের বাকেঁ তোমার সাথে আমার দেখা হয়ে যাক, চাই না মনে করতে ভালোবাসার মানুষ বদলের একজন কে। যে সুখের জন্য সব পারে, যে হৃদয় ও ভাঙ্গতে পারে। তবে মনে হচ্ছে সেদিন আর বেশি দুরে নয় যেদিন তুমি তোমার সুখের জন্য কাদবে আর সেদিন হয়তো মনের অজান্তেই একটু হাসবো আমি……।
.
@ অভিমানী ছেলে