পড়ন্ত বিকেলে রোদ্রের লুকোচুরিতে
আজো তোমাকেই খুজি,
হারিয়ে গেলে আসিবে বলে
আসলেনাতো ফিরে!