"লিখে রেখো, আজ থেকে আমি হব ভালোবাসার কবি।
গোসল শেষে আয়নাতে চুলের ছলে দেখব তোমার ছবি।
স্বাক্ষী থেকো জনগণ ভরদুপুরে আমি হব ভালোবাসার কবি।
ছন্দে নাচবে রাধাকৃষ্ণ সুরে দোলবে রবি।
মনে রেখো আমার নামে ছাপা হবে ভালোবাসার বই।
জগত জুড়ে চলছে খরা তুমি আছো কই?
শোনে নাও একদিন আমি হব শুদ্ধ প্রেমের কবি।
প্রেমবাজারে আজও খোঁজি তোমার মুখচ্ছবি! "