�﷽�
◑━━━━▣━━━━◐

বান্দা যতক্ষণ ধরে নামাজে থাকে ততক্ষণ পর্যন্ত তার মাথার উপর নেকী ঝরতে থাকে। হযরত মুহাম্মদ (সাঃ) ♥

মেয়েরা মাল নয়,❎
প্রতিটি বাবার একটা জান্নাত ?
আর প্রতিটা ভাইয়ের কলিজা?
Love you apu❤??

image

সুন্নীয়তের অহংকার সুমুধুর মিষ্টবাশী বক্তা হাফেজ তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন । ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন ।

image

আমাদের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ঐতিহ্যবাহি দিঘীরপাড় মিয়াবাড়ি জামে মসজিদ নতুন সুন্দর জ্য

image

ভাইরাল বানী☺

সন্তান ১ বছর লেখাপড়া না করলে মূর্খ হয়ে যাবেনা। কিন্তু করোনা শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে গেলে বহু মায়ের কোল খালি হবে।

-মাননীয় শিক্ষামন্ত্রী দিপু মনি

এটা বলেন নি।

image

Tecniche di vendita che funzionano, i consigli di Mirko Cuneo
Molte sono le strategie da prendere in considerazione, tuttavia la chiave del successo non può prescindere da buone tecniche di vendita orientate verso l’e-business

https://www.bergamonews.it/dal....-territorio/tecniche

Tecniche di vendita che funzionano, i consigli di Mirko Cuneo - BergamoNews
www.bergamonews.it

Tecniche di vendita che funzionano, i consigli di Mirko Cuneo - BergamoNews

Molte sono le strategie da prendere in considerazione, tuttavia la chiave del successo non può prescindere da buone tecniche di vendita orientate verso l’e-business

Good
Night

ভাবছেন শিশুটির কি হয়েছে তাই না? না শিশুটির কোন অসুখ হয়নি বা এতিমও নয়। তার সামনে যে দরজাটা দেখছেন ওই বাসায় তার মা কাজ করে। তবে শর্ত হল তার এই দেড় বছরের মাসুম বাচ্চাটাকে বাসার বাইরে রেখে আসতে হবে। এটা প্রতিদিনের রুটিন।মায়ের জন্য অপেক্ষা করতে করতে ক্ষুধার্ত শিশুটি তার ক্লান্ত শরীরটাকে এভাবে লুটিয়ে দিয়েছে।
মানবতা আজ কোথায়? মর্মান্তিক,হ্রদয়বিদারক,
এমন কিন্তূ আমি ও দেখছি মানুষ কেমন
ভাবতে ও অবাক লাগে আমরা কি ।
আসলেই মানুষ।
(সংগ্রহিত)

image

#জেনে_রাখা_ভালো
#চাহিবামাত্র_ইহার_বাহককে_দিতে_বাধ্য_থাকিবে’ টাকায় কথাটি যে কারণে লেখেঃ

টাকায় লেখা থাকা ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে’ লেখাটি নিশ্চয়ই খেয়াল করেছেন। তবে কখনো কী ভেবে দেখেছেন, ১ ও ২ টাকা বাদে বাকি সব টাকার নোটে কেন এই কথাটি লেখা থাকে? জেনে নিন এই প্রশ্নের সহজ উত্তর।
আমরা জানি বাংলাদেশের মুদ্রা ছাপার একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। কথা হলো এই মুদ্রা আসলে কী? মুদ্রা বলতে কী বোঝায় সেই সম্পর্কে সবারই একটু ধারণা রাখা ভালো। বাংলাদেশের সরকারি মুদ্রা হলো দুটি। ১ ও ২ টাকার নোট কিংবা কয়েন হলো সরকারি মুদ্রা আর বাকিগুলো হলো সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অব এক্সচেঞ্জ। বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট ছাপে। তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায়।

মনে করুন, আপনি কোনো কারণে ব্যাংক নোটের উপরে আস্থা রাখতে পারছেন না। তাই আপনি ১০০ টাকার একটি নোট বাংলাদেশ ব্যাংক কাউন্টারে জমা দিয়ে বিনিময় চাইলেন। বাংলাদেশ ব্যাংক চাহিবামাত্র এর বাহককে অর্থাৎ আপনাকে সমপরিমাণ ১ ও ২ টাকা প্রদান করে দায় থেকে মুক্ত হবে। এই হচ্ছে মূল বিষয়।
চলুন বিষয়টি আরেকটু ব্যাখ্যা করা যাক। বাংলাদেশ ব্যাংক যখন কোনো নোট বাজারে ছাড়ে তখনই সমপরিমাণ ১ও ২ টাকার নোট বা কয়েন সরকারি অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয়। আবার যখন ১ ও ২ টাকা মার্কেটে ছাড়ে তখনই সমপরিমাণ নোট সরকারি অ্যাকাউন্টে জমা দেয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারের নিকট থেকে টাকা নিয়ে টাকা ছাড়ে। সে হিসেবে মার্কেটে যত টাকার নোট আছে ঠিক সমপরিমাণ টাকা (১ ও ২) বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত আছে। সুতরাং সব নোট ব্যাংকে জমা করলেও ১ ও ২ টাকার কয়েন/ নোট দিতে পারবে বাংলাদেশ ব্যাংক।
১ ও ২ টাকা হলো টাকা, আর বাকিগুলো বিল অব এক্সচেঞ্জ। আর এজন্য ১ ও ২ টাকার নোটে লেখা থাকে না ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে’। বাকি নোটগুলোয় ঠিকই লেখা থাকে
#সংগ্রহীত পোস্ট#

image