Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
এই যে মানুষটাকে দেখছেন উনি একজন মন্ত্রী। বলছিলাম মালয়েশিয়ার সবচেয়ে কম বয়সি মন্ত্রী সাঈদ সিদ্দিকের কথা।
লক্ষ্য করে দেখুন কি মজা করে মনের শান্তিতে নিজ হাতেই খেয়ে তৃপ্তি নিচ্ছেন। নেই কোন কাটা চামুছের স্পর্শ এবং ক্ষমতার দম্ভ। নরমাল একটা খাবার হোটেলে সেরে নিয়েছেন দুপুরের খাবার। নেই কোন বডিগার্ড বা প্রটোকল।
ঠিক তার জায়গাই যদি বাংলাদেশের কোন মন্ত্রী বা এম্পি হইতো, তাইলে এতক্ষণে এখানে ফাইভ স্টার হোটেল বসাইয়া দিত। আর সিকিউরিটি বা প্রটোকলের কথা না বাদই দিলাম।
এ জন্যই মালয়েশিয়াতে ডঃ মাহাথির মোহাম্মদ এর মত লিজেন্ডদের জন্ম হয়। আর বাংলাদেশে জন্ম হয় চেতনার ফেরিওয়ালাদের মত চেতনাবাজদের।
এই ছবি থেকে অনেক কিছুই শিক্ষার আছে। ক্ষমতা ভোগের বিষয় না তা আবার ও প্রমাণ করলেন।
সংগৃহীত ছবি।
যার কিছু নেই, তাকে নিয়ে মানুষ আলোচনা করে না... যার কিছু থাকে, তাকে নিয়েই আলোচনা করে... যদু মধুর মত সাধারণ লোকদের নিয়ে কেউ কখনো কথা বলে না।
নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করতে হয় না... অন্যের সাথে তুলনা করে মানে নিজেকে অসম্মান করা... যারা নিজেকে ছোট ভাবে, inferiority complex এ ভুগে, তারাই অন্যদের সাথে নিজেকে তুলনা করে।
যেখানেই যান, যার সাথেই মিশেন, মনে রাখবেন তাকে যেই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, আপনাকেও একই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন... তাই নিজেকে কখনোই ছোট ভাবতে হয় না... নিজেকে ছোট ভাবা মানে সৃষ্টিকর্তার সৃষ্টির ক্ষমতাকে ছোট ভাবা।
প্রত্যেক মানুষের নিজস্বতা বলতে কিছু থাকে... মানুষকে তার সেই নিজস্বতা অনুযায়ীই চলা উচিত... এতে কে কি ভাবল, বা কে কি চিন্তা করল সেদিকে ভ্রুক্ষেপ করা উচিত না।
অন্যরা কি চাচ্ছে সেটাকে গুরুত্ব না দিয়ে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া দরকার সব সময়।
এতে দেখা যাবে হয়তো আপনি গতানুগতিক অন্য সবার মত করে চলছেন না... এতে হয়তো অনেকে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে কিংবা আপনাকে বোকা ভাববে।
কিন্তু এটা আপনার নিজের জীবন। কিসে আপনার ভাল হবে বা খারাপ হবে, সেটা নিজের চেয়ে অন্যরা কখনোই ভাল বুঝবেনা।
আপনি না খেয়ে থাকলে একদিন-দুদিন হয়তো কেউ কেউ এসে খাওয়াবে, কিন্তু এভাবে সারাজীবন আপনাকে খাওয়াবেনা। এমনকি নিজের ভাইয়েরাও না।
জীবনে নিজের লক্ষ্য ঠিক করে নিতে হবে সবার আগে... সিদ্ধান্তে আসতে হবে আপনি আসলে কি চান। সেই অনুযায়ী নিজেই নিজেকে তৈরি করে নিতে হবে। নিজেকে যদি তৈরি না করতে পারেন এটা আপনার নিজেরই ব্যর্থতা।
এরপর থাকবে প্ল্যানিং... দীর্ঘমেয়াদি একটা প্ল্যানিং।
আর মনের ভেতর থাকবে একটা ম্যাপ। সেখানে আঁকানো থাকবে মূল গন্তব্যে পৌঁছানোর জন্য একটি মূল রাস্তা, আর কিছু বিকল্প রাস্তা... যেন যাওয়ার পথে একটি রাস্তা ব্লক হয়ে গেলে বিকল্প রাস্তা দিয়ে লক্ষ্যে পৌছাতে পারেন।
কিন্তু পৌছাতেই হবে। গাড়িতে, পায়ে হেঁটে কিংবা হামাগুড়ি দিয়ে- যেভাবেই হোক নির্দিষ্ট লক্ষ্যে যেতেই হবে।
এতে অন্যরা কে কি ভাবল সেটাতে যায় আসেনা।
সব মানুষই যেমন এক না, সবার সফলতার স্টাইলও এক রকম না... তবে, লক্ষ্য স্থির করে লক্ষ্য পূরণ হওয়াই হল জীবনের সফলতা।
নোটঃ " লোকে কি বলবে... মানুষ কি ভাববে? এই একটি চিন্তাই মানুষের জীবনকে পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।"
আপনি ব্যর্থ হোন, মানুষ আপনাকে নিয়ে টিটকারি মারবে... সফল হোন, হিংসে করবে... বেশিরভাগ মানুষের এই দুটোর বাহিরে আর কোন কাজ নেই।
সব সময় মনে রাখা উচিত, একসাথে দুনিয়ার সকল মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না... সেটা কখনো সম্ভব হবেও না।
Huawei Watch 2- 4G SIM Supported Smartwatch in Bangladesh
Huawei very recently launched their next generation and the biggest innovation of 4G SIM Supported/ 4G Enabled Smartwatch. Which support 4G GSM SIM card to talk and for the high-speed internet connectivity. With this Smartwatch watch 2- you will get freedom of connectivity. This version of Huawei Watch 2 is beautifully designed for Sports and Classic in mind. Now you can buy this Latest Smartwatch in Bangladesh straight from here or you can pre-order if you wish to have different bands or color you prefer.
4G SPORT SMARTWATCH
Standalone 4G connectivity gives you the freedom to get away from your phone once in a while. Be guided and motivated by the professional running coach feature. HUAWEI WATCH 2 comes in sports and classic watch styles.
REAL WATCH AESTHETICS
Experience the marriage of cutting-edge technology and traditional watch-making, designed to match different styles.
Ceramic Bezel
Selectable Watch Faces
Water Resistant
CONNECT ANYWHERE
Enjoy the moment without the distraction of a phone. Stay connected and make calls on the go.
4G Network
eSIM/SIM
GPS
Integrated Antenna
YOUR PERFECT WORKOUT COMPANION
Go running or cycling with your favorite workout beats, while guided and motivated by real-time coaching, and have your trail mapped via GPS, all without the burden of a phone.
Live GPS Mapping
Heart Rate Monitoring
Real-time Guidance
Workout Data Report
Offline Music
YOUR SMART ASSISTANT
HUAWEI WATCH 2 brings you important notifications, lets you pay by simply flicking your wrist, and helps you when you need it most.
Various APP
Long Battery Life
Google Assistant
Watch Pay
[নববর্ষের অফার] এখনি নিয়ে নেন মাত্র ২০ টাকায় ১৪২৬ এমবি ৩০ মেয়াদে | #[নববর্ষের অফার] এখনি নিয়ে নেন মাত্র ২০ টাকায় ১৪২৬ এমবি ৩০ মেয়াদে
AR Tanvir
Delete Comment
Are you sure that you want to delete this comment ?