পৃথিবীতে এখনো ভাল মানুষ আছে বলেই আল্লাহ আজ সব কিছু আগের মতই রেখেছেন।
সাত দেশ তেরো নদি পাড়ি দিয়ে মানবতার কাতিরে বাংলাদেশে রুহিঙ্গাদের দেখতে আছেন
তুরস্কের প্রেসিডেন্ট এরোদোগান এবং তার স্ত্রী ছেলে।
এবং তিনি অসহায় মানুষদের ত্রাণ বিতরণ করেন।
আজ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে পৃথিবী তে ভাল মানুষ এখনো আছে।
এগিয়ে যাও হে বীর পুরুষ।
জয় হোক মানবতার।