Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
NEW ICO vitrocoin**10 FREE COIN**NEW ICO vitrocoin
Registration This is biggest Affiliate ICO vitrocoin . ! Don't miss this Chance!
Registration FREE 10 Vitro Coin free for your. 1 COIN IS $4.40. 10=$44
and receive 100% referral bonus .
https://www.vitrocoin.com/register?ref=TH5osL
NEW ICO vitrocoin**10 FREE COIN**NEW ICO vitrocoin
Registration This is biggest Affiliate ICO vitrocoin . ! Don't miss this Chance!
Registration FREE 10 Vitro Coin free for your. 1 COIN IS $4.40. 10=$44
and receive 100% referral bonus .
https://www.vitrocoin.com/register?ref=TH5osL
.....ভিক্ষুক❗❗❗
একদিন এক ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার ভীষণ ক্ষুধা পেল । সে কিছুদূর যাবার পর বিশাল গেট-ওয়ালা একটা বাড়ি দেখতে পেল । মনে মনে খুব খুশী হল এই ভেবে যে , বড়োলোকের বাড়ী আজকে একটু মজার কিছু খেতে পারবে । ভাবতে ভাবতে সে বাড়ির দারওয়ানকে বলল, সে অনেক ক্ষুধার্ত কিছু খেতে দিবে? দারওয়ান বলল, ঠিক আছে তুমি বাহিরে বস। আমি মেমসাবকে জিজ্ঞাসা করে আসি । ভিক্ষুক বলল ঠিক আছে ভাই । যখন দারওয়ান ভেতরে গেল, ভিক্ষুক দেখল একটা বড় সুন্দর খাঁচার ভেতর খুব সুন্দর একটা কুকুর । তার সামনে একটা প্লেটে অনেক মাংস দিয়ে রাখা হয়েছে। সে দেখে মনে মনে আরও খুশী হল । ভিক্ষুক মনে মনে ভাবল, কুকুরকে এতো মাংস দিয়েছে তাহলে তো আমাকেও অনেক ভালো খাবার দিবে। এদিকে দারওয়ান যখন গৃহকর্ত্রীর কাছে গিয়ে ভিক্ষুককে খাবার দিবার কথা বলল, তখন গৃহকর্ত্রী তার উপর রেগে গিয়ে বলল, খাবার কি আকাশ থেকে পড়ে যে চাইলেই খাবার দিতে হবে ? তোর কাজ গেটে দাঁড়িয়ে থাকা, তুই এইখানে কেন এলি ? আর যদি এই ভাবে কাজ ফেলে আসবি তাহলে বিদায় করে দেব । সামান্য একটু খাবার চাইতে এসে এত কথা শুনতে হল তাকে। দারোয়ান মনে মনে খুব কষ্ট পেল । এই ভেবে আরও দুঃখ হচ্ছিল তার, ভিক্ষুকটা ক্ষুধা পেটে বসে আছে, কিভাবে তাকে গিয়ে বলবে, এত বড় বাড়ি দেখলে কি হবে তোমাকে একবেলা খাওয়ানোর মতন খাবার তাদের নেই । ভাবতে ভাবতে সে ভিক্ষুকের কাছে আসলো এবং বলল, ভাই ওনারা ধনী মানুষ তো, খাবার কম খায় শরীর ভাল রাখার জন্য। তাই খাবার রান্নাও করে কম, এজন্য তোমাকে দেবার মতন খাবার নাই । এই কথা বলে নিজের পকেট থেকে ৫ টাকা বের করে বলল আমার কাছে এই কয়টা টাকাই আছে, তুমি কিছু খাবার কিনে খেয়ে নিও। ভিক্ষুকের মনটা খারাপ হয়ে গেল। সে দারওয়ানের টাকাটা নিয়ে হাত তুলে দোয়া করল , হে আল্লাহ্ যে আমাকে ক্ষুধা নিবারণের জন্য তার যা ছিল তাই আমাকে দিয়ে দিল তাকে তুমি দুনিয়া এবং আখিরাতের ধনী বানিয়ে দিও । এই কথা বলে সে চলে গেল । কিছুদিন পর দারওয়ান একটা লটারির ১ম পুরস্কার পেল । সে ঐ টাকা দিয়ে বিজনেস শুরু করল, কিছুদিনের মধ্যেই তার অনেক টাকা হয়ে গেলে । সেই টাকা দিয়ে সে একটা আশ্রম বানাল । যেখানে অসহায়, অনাথ , বয়স্ক লোকজন থাকত । এদিকে যে বাড়িতে সে কাজ করতো সেই বাড়ির কর্তা হঠাৎ মারা যায় । ছেলেমেয়েরা সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত। বাড়ির কর্ত্রী সবার কাছে বোঝা হয়ে উঠল । সবাই মিলে তাকে ওই দারওয়ানের :house: আশ্রমে রেখে আসলো । আসার পর দেখল তার বাড়ির এক সময়ের দারওয়ান এই আশ্রমের মালিক । ভাগ্যের কি নির্মম পরিহাস এই আশ্রমে সেদিনের সেই ভিক্ষুকটাও থাকে ।
Free bitcoin minig 100GH/s FREE
No Invest!!!.No Captcha!!!!Just Create free account!!!!!!
Wow now lets start your dream
http://wizory.cc/ref/rasel123
খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিজে পড়ুন এবং
অন্যকে পড়ার জন্য উৎসাহিত করুন...!!
নিজের মৃত দেহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য. জেনে নেইঃ
.মৃত্যুর পর আমাদের শরীরের কি ধরনের
পরিবর্তন সাধিত হয়?
১) তিন দিন পর নখ পড়ে যেতে শুরু করে।
২) চার দিন পর চুল ক্ষয় হওয়া শুরু করে।
৩) পাঁচদিন পর মস্তিষ্ক গলে যেতে শুরু করে।
৪) ছয়দিন পর পাকস্থলি গলে মুখ দিয়ে এবং
গোপন অঙ্গ দিয়ে বের হতে থাকে।
৫) ষাট দিন পর হাড় ছাড়া কিছুই থাকেনা।
.এবার একটু ভাবুনতো, একটু চিন্তা করুন
মনোযোগ দিয়ে...
যদি এই মুহুর্তে আমি বা আপনি মারা যাই
তাহলে উপরোক্ত ঘটনা ঘটা শুরু হবে আমি অথবা
আপনার দেহের আপনার কিংবা আমার কোন
অস্তিত্ব থাকবেনা অহংকার করার জন্য।
সাজার জন্য অথবা পরিপাটি হওয়ার জন্য।
অপরদিকে, আমরা এরকমও দেখতে পাই যে,
যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের লাশ শত
শত বছর পরও অক্ষত থেকে যায়।
আল্লাহ বলেছেন,
''যারা আল্লাহর পথে নিহত হয় তাদের তোমরা
মৃত বলোনা বরং তারা জীবিত কিন্তু তোমরা
বুঝনা।''
- (সূরা বাকারা ১৫৪)
.★ তাহলে কি জন্য কিংবা কোন বিষয়ে
আমরা অহংকার করব?
★ কি কারনে আমরা আল্লাহর অবাধ্য হব?
★ কোন অজুহাতে আমরা নামাজ ছেড়ে দেব?
★ কি কারনে আমরা নিশ্চিত মৃত্যু আমাদের
জন্য অপেক্ষা করছে জেনেও গাফলতির মধ্যে
সময় কাটাব?
.আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "মিনহা
খালাক নাকুম ওয়াফিহা নুয়িদুকুম ওয়ামিনহা
নুখরিজুকুম তা রাতান উখরা।"
অর্থাৎ ,"মাটি দিয়ে আমি সৃষ্টি করেছি, এই
মাটিতেই আবার ফিরিয়ে দেব এই মাটি
থেকেই আবার আমি তুলে আনব। (সূরা ত্বাহা
:২০ :৫৫) আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন,
"প্রত্যেক প্রাণিকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে।"(আল কোরআন)
.তাই আসুন, সব ধরনের অহংকার পরিত্যাগ করে
আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহন
করি।
নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি এবং
আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের
আগুন থেকে বাঁচাই।'
.আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই
তওফিক দান করুন এবং জাহান্নামের আগুন
থেকে আমাদের সবাইকে রক্ষা করুন।
.সবাই বলুন ' #আমিন '!!
BANGLADESH এর পূর্ণ
অর্থ কি ?
.
BANGLADESH এর
অর্থঃ-
B=Blood (রক্তে)
A=Achieve (অর্জিত)
N=Noteworthy(স্
মরণীয়)
G=Golden (সোনালী)
L=Land (ভূমি)
A=Admirable(প্র
শংসিত)
D=Democratic(গণ
তান্ত্রিক)
E=Evergreen(চিরসবুজ)
S=Sacred (পবিত্র)
H=Habitation (বাসভূমি)
.
****=
"রক্তে অর্জিত
স্মরণীয় সোনালী
ভূমি, প্রশংসিত
গণতান্ত্রিক
চিরসবুজ পবিত্র
বাসভূমি"
টিচার আবুলকে বলছে। আচ্ছা আবুল তুই বার বার ফেল করিস কেন বলতো।
আবুল টিচার কে বললো
আপনিই হিসাব করে দেখেন স্যার।
.
বছরে ৩৬৫ দিন।
১ বছরে শুক্রবার ৫২ দিন।
শীত গ্রীস্ম বর্ষাকালের ছুটি ৫০ দিন।
বাঁকী থাকলো ২৬৩ দিন।
৮ ঘণ্টা করে প্রতিদিন ঘুমালে হয় ১২২ দিন।
বাঁকী থাকলো ১৪১ দিন।
১ ঘণ্টা করে খেলা করলে হয় ১৫ দিন।
বাঁকী থাকলো ১২৬ দিন।
২ ঘণ্টা করে প্রতিদিন খাওয়া দাওয়ার
পিছনে চলেযায় ৩০ দিন।
বাঁকী থাকে ৯৬ দিন।
১ ঘণ্টা করে সবার সাথে কথা বলতে
চলেযায় ১৫ দিন।
বাঁকী থাকে ৮১ দিন।
বছরে পরিক্ষা হয় ৩৫ দিন।
বাঁকী থাকে ৪৬ দিন।
ঈদ সরকারী ছুটি ২০ দিন।
বাঁকী থাকে ২৬ দিন।
টিভি দেখা আত্মীয়ের বাড়ি
ঘুরতে যাওয়া ২৫ দিন।
বাঁকী থাকে ১ দিন।
সেটাও জন্মদিন।
তাহলে পড়ার সময় কই স্যার?
#
# টিচার বেঁহুশ