Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
ইটালির এক ব্যাঙ্ক ডাকাত নামকরা এক ডাকাত মাইকের দলে যোগদান দিতে গেল। মাইক তার ব্যাঙ্ক ডাকাতির সব কথা শুনে বলল, তুমি তো অনেক বড়-বড় ব্যাঙ্ক ডাকাতি করেছ। ধরাও পড়নি কখনো। কিন্তু তুমি সাউথ সাইড লিবার্টি ব্যাঙ্কে কোনো দিনই ডাকাতি কর নি কেন?
– ওই ব্যাঙ্কেই তো আমার ডাকাতির সব টাকা জমা আছে।
পাশাপাশি দুটি রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলার পর এক রাজ্যের রাজা সন্ধি-প্রস্তাব পাঠালেন অন্য রাজ্যের রাজার কাছে। সন্ধি-প্রস্তাব নিয়ে রওনা হল অল্পবয়সী এক দূত। সন্ধি-প্রস্তাবদি রাজার হাতে দিতেই রাজা বললেন, তোমাদের দেশে কি পুরুষ মানুষের এত অভাব যে, এমন একজন দূত সাজিয়ে পাঠানো হয়েছে যার এখনো দাড়িই গজায় নি।
দূতটি বলল, আমাদের মহারাজ যদি জানতেন যে, দাড়িকেই আপনি পৌরুষের একমাত্র লক্ষণ বলে ভাবেন, তবে তিনি অবশ্যই আমাকে না পাঠিয়ে একটা প্রমাণ সাইজের রামছাগল পাঠাতেন।
Samiul Alam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Mamunor Rashid
Delete Comment
Are you sure that you want to delete this comment ?