image

তোমাকে হয়নি বলা কতটা ভালবাসি
তোমাকে হয়নি বলা এক পলক দেখার
জন্য কতটা উতলা আমি...
তোমাকে হয়নি বলা চোখ বন্ধ করেও
তোমাকে দেখতে পাই...
তোমাকে হয়নি বলা যতটা কষ্ট
তোমাকে দেই তার চেয়ে অনেক
বেশি কষ্ট নিজে পাই...
তোমাকে বলতে পারিনা একা একা তোমার
সাথে কথা বলি কিন্তু
তুমি সামনে আসলে
সবই হারিয়ে ফেলি.......

কিছুই বুঝলাম না ফেসবুক নকল

একটা মেয়ে একটি ছেলেকে যত
বেশী ভালোবাসে, তার
চোখের দিকে তাকাতে সে তত
বেশী লজ্জা বোধ করে।
আর একটা ছেলে একটা মেয়েকে যত
বেশী ভালোবাসে, তার
বেশী সে তার ভালোবাসার
মানুষটিকে হারানোর
ভয়ে ভীত থাকে

তোমরা তোমার গার্ল-ফ্রেন্ড কে
মনের কথা শেয়ার কর আন-লিমিটেড -
১.বাংলা = আমি তোমাকে ভালবাসি
২.ইংরেজি = আই লাভ ইউ
৩.ইতালিয়ান = তি আমো
৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ
৫.কোরিয়ান = তাঙশি নুল সারাঙ হা ইয়ো
৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন
৭.জার্মান = ইস লিবে দিস
৮.রাখাইন = অ্যাঁই সাঁইত

তুমি যমুনা হলে হব..
আমি যমুনা ব্রিজ..
তুমি চায়ের কাপ হলে হব চায়ের
প্রিজ..
তুমি জীবন হলে হব আমি প্রেম..
তুমি দরজা হলে হব আমি দরজার ফ্রেম

>>>আপনার
ব্যাপারে 2
টি বিষয়
জেনে নিন>>>
:
:
তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি
: :
১>>আপনি এত
অলস
যে সব""তুমি""
পড়েন নি
:
:
:
:
২>>আমি ওখানে একটা""আমি""
লিখেছি তা আপনি খেয়াল
করেন নি...

অফিসারঃ আপনার নাম কি?
প্রার্থী: M.P স্যার।
অফিসারঃ এম.পি তার মানে কি?
প্রার্থীঃ মোহন পাল স্যার।
অফিসারঃ আপনার পিতার নামকি?
প্রার্থীঃ এম.পি স্যার।
অফিসারঃ তার মানে কি?
প্রার্থীঃ মদন পাল স্যার।
অফিসারঃ আপনার যোগ্যতা?
প্রার্থীঃ এম.পি স্যার।
অফিসারঃ(রাগ করে) এইটা কি?
প্রার্থীঃ মেট্রিক পাস স্যার।

ছাদে দুই বন্ধুর কথোপকথন....
--কি হইছে রে তোর.. একা বসে আছিস ক্যান ছাদে?
----মনটা খারাপ দোস্ত।
--খুইলা বল তো, কি হইছে।
---- তানিশার সাথে ব্রেক আপ।
--এই জন্যে তুই ছাদে বইসা সুইসাইডের প্ল্যান করতেছস
গাধা? আর মন খারাপ করতেছস ক্যান?
পার্টি দে। ব্রেকআপ পার্টি। আমি
সবাইরে ইনভাইট করতেছি।

Hearted Ahad changed his profile picture
7 yrs

image