image

কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮,০০০
গুণ বেশি।
▬► প্রাণীদের মধ্যে বিড়ালই
সবচেয়ে বেশি ঘুমায় (দৈনিক ১৮ঘন্টা)। :
▬► একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।
▬►মাছি মিনিটে ৮ কিলোমিটার উড়তে
পারে ।
▬► পুরুষ ব্যাঙই বর্ষকালে ডাকে, আর
তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ।
▬► হামিং বার্ড পাখি পিছনের দিকে উড়তে
পারে ।
▬► গিরগিটি একই সময়ে তার চোখ
দুটি দুই দিকেই নাড়তে পারে।
▬►টিকটিকি এক সঙ্গে ৩০টি ডিম পাড়ে । :
▬►মাছ চোখ খোলা রেখে ঘুমায়।
▬► একমাএ পিঁপড়াই কোনদিন ঘুমায় না।
▬► সিডকা পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায়।
তারপর মাটি থেকে বেড়িয়ে এসে
চিৎকার করতে করতে ৩ দিনের মাথায়
মারা যায়। :
▬► সিংহের গর্জন ৫ মাইল দূর
থেকেও শোনা যায়।
▬► অনেকের ধারণা
হাঙ্গর মানুষকে হাতের কাছে পেলে
মেরে ফেলে। কিন্তু মানুষের হাতেই বেশী
হাঙর মারা পড়েছে। :
▬► কাচ আসলে বালু
থেকে তৈরী।
▬► আপনি প্রতিদিন কথা
বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন।
বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে
পারেন।
▬► আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন
একটানা চিৎকার করলে যে পরিমান শক্তি
খরচ হবে তা দিয়ে এক কাপ কফি অনায়েসে
বানানো যাবে।
▬► একটি রক্ত কনিকা
আমাদের পুরো দেহ ঘুরে আসতে সময় নেয় ২২
সেকেন্ড।
▬► আপনার যদি একটা তারকা
গুনতে ১ সেকেন্ড সময় লাগে তাহলে একটি
গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে
প্রায় ৩ হাজার বছর।
▬► অনেকের ধারণা
শামুকের দাঁত নেই। অথচ শামুকের ২৫ হাজার
দাঁত আছে। .
▬► চোখ খুলে হাঁচি দেয়া সম্ভব
না। :
▬► বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে
অথচ কুকুর পারে ১০ রকম। :
▬►পৃথিবীর
প্রাণীদের মধ্যে ৮০ ভাগই পোকামাকড়। :
▬►একটি তেলাপোকা তার মাথা ছাড়া ৯
দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর
তারা সাধারণত খাদ্যাভাবে মারা যায়।

RayHan AhmeD changed his profile picture
7 yrs

image

image
Hafizur Rahman changed his profile picture
7 yrs

image

NEW ICO vitrocoin**10 FREE COIN**NEW ICO vitrocoin
Registration This is biggest Affiliate ICO vitrocoin . ! Don't miss this Chance!
Registration FREE 10 Vitro Coin free for your. 1 COIN IS $4.40. 10=$44
and receive 100% referral bonus .
https://www.vitrocoin.com/register?ref=TH5osL

image

NEW ICO vitrocoin**10 FREE COIN**NEW ICO vitrocoin
Registration This is biggest Affiliate ICO vitrocoin . ! Don't miss this Chance!
Registration FREE 10 Vitro Coin free for your. 1 COIN IS $4.40. 10=$44
and receive 100% referral bonus .
https://www.vitrocoin.com/register?ref=TH5osL

image

.....ভিক্ষুক❗❗❗
একদিন এক ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার ভীষণ ক্ষুধা পেল । সে কিছুদূর যাবার পর বিশাল গেট-ওয়ালা একটা বাড়ি দেখতে পেল । মনে মনে খুব খুশী হল এই ভেবে যে , বড়োলোকের বাড়ী আজকে একটু মজার কিছু খেতে পারবে । ভাবতে ভাবতে সে বাড়ির দারওয়ানকে বলল, সে অনেক ক্ষুধার্ত কিছু খেতে দিবে? দারওয়ান বলল, ঠিক আছে তুমি বাহিরে বস। আমি মেমসাবকে জিজ্ঞাসা করে আসি । ভিক্ষুক বলল ঠিক আছে ভাই । যখন দারওয়ান ভেতরে গেল, ভিক্ষুক দেখল একটা বড় সুন্দর খাঁচার ভেতর খুব সুন্দর একটা কুকুর । তার সামনে একটা প্লেটে অনেক মাংস দিয়ে রাখা হয়েছে। সে দেখে মনে মনে আরও খুশী হল । ভিক্ষুক মনে মনে ভাবল, কুকুরকে এতো মাংস দিয়েছে তাহলে তো আমাকেও অনেক ভালো খাবার দিবে। এদিকে দারওয়ান যখন গৃহকর্ত্রীর কাছে গিয়ে ভিক্ষুককে খাবার দিবার কথা বলল, তখন গৃহকর্ত্রী তার উপর রেগে গিয়ে বলল, খাবার কি আকাশ থেকে পড়ে যে চাইলেই খাবার দিতে হবে ? তোর কাজ গেটে দাঁড়িয়ে থাকা, তুই এইখানে কেন এলি ? আর যদি এই ভাবে কাজ ফেলে আসবি তাহলে বিদায় করে দেব । সামান্য একটু খাবার চাইতে এসে এত কথা শুনতে হল তাকে। দারোয়ান মনে মনে খুব কষ্ট পেল । এই ভেবে আরও দুঃখ হচ্ছিল তার, ভিক্ষুকটা ক্ষুধা পেটে বসে আছে, কিভাবে তাকে গিয়ে বলবে, এত বড় বাড়ি দেখলে কি হবে তোমাকে একবেলা খাওয়ানোর মতন খাবার তাদের নেই । ভাবতে ভাবতে সে ভিক্ষুকের কাছে আসলো এবং বলল, ভাই ওনারা ধনী মানুষ তো, খাবার কম খায় শরীর ভাল রাখার জন্য। তাই খাবার রান্নাও করে কম, এজন্য তোমাকে দেবার মতন খাবার নাই । এই কথা বলে নিজের পকেট থেকে ৫ টাকা বের করে বলল আমার কাছে এই কয়টা টাকাই আছে, তুমি কিছু খাবার কিনে খেয়ে নিও। ভিক্ষুকের মনটা খারাপ হয়ে গেল। সে দারওয়ানের টাকাটা নিয়ে হাত তুলে দোয়া করল , হে আল্লাহ্ যে আমাকে ক্ষুধা নিবারণের জন্য তার যা ছিল তাই আমাকে দিয়ে দিল তাকে তুমি দুনিয়া এবং আখিরাতের ধনী বানিয়ে দিও । এই কথা বলে সে চলে গেল । কিছুদিন পর দারওয়ান একটা লটারির ১ম পুরস্কার পেল । সে ঐ টাকা দিয়ে বিজনেস শুরু করল, কিছুদিনের মধ্যেই তার অনেক টাকা হয়ে গেলে । সেই টাকা দিয়ে সে একটা আশ্রম বানাল । যেখানে অসহায়, অনাথ , বয়স্ক লোকজন থাকত । এদিকে যে বাড়িতে সে কাজ করতো সেই বাড়ির কর্তা হঠাৎ মারা যায় । ছেলেমেয়েরা সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত। বাড়ির কর্ত্রী সবার কাছে বোঝা হয়ে উঠল । সবাই মিলে তাকে ওই দারওয়ানের :house: আশ্রমে রেখে আসলো । আসার পর দেখল তার বাড়ির এক সময়ের দারওয়ান এই আশ্রমের মালিক । ভাগ্যের কি নির্মম পরিহাস এই আশ্রমে সেদিনের সেই ভিক্ষুকটাও থাকে ।

Free bitcoin minig 100GH/s FREE
No Invest!!!.No Captcha!!!!Just Create free account!!!!!!
Wow now lets start your dream
http://wizory.cc/ref/rasel123

image