Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
HOT & NEW **AIRDROP** HOT & NEW
Free 10 PARIS. tokens value $200
http://parisi.site/9599/
সিংহের গতিবেগ ঘন্টায় প্রায় ৮০ কিলোমিটার। তবে কিছু হরিণের গতিবেগ কখনও কখনও ৮৫ কিলোমিটারের উপরেও ওঠে। এরপরও সিংহ হরিণকে শিকার করে। কীভাবে করে জানেন?
সিংহ যখন হরিণকে তাড়া করে তখন হরিণটি দৌড়ানোর সময় বারবার পিছে ফিরে তাকায়, সিংহটি আর কতটুকু দূরে আছে সেটা দেখার জন্য। এ কারণে হরিণের গতি কমে যায়।
অন্যদিকে সিংহটি সামনে দৌড়ানো হরিণটিকে দেখে মনে করে, "এই তো, আরেকটু হলেই ওকে আমি ধরে ফেলবো"। সিংহটির শক্তি আর ফোকাস বেড়ে যায়। আর দিন শেষে সিংহটির ক্ষুধার কাছে হরিণটির বেঁচে থাকার তাড়না হেরে যায়।
একটু পরপরই আপনি যদি পিছনে ফিরে তাকান, তাহলে আপনি কোনও দিনই সামনে আগাতে পারবেন না। সামনে আগাতে হলে, আগে সামনে দেখা প্রয়োজন, সামনে মনোযোগ দেয়া প্রয়োজন।
ধাক্কাগুলো ভুলে যান
শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ান
নিজেকে করুন পরীক্ষা!
আর চলুক ভালো থাকার প্রতীক্ষা
#_সংগৃহীত