image

ক্রিং... ক্রিং... ক্রিং... ক্রিং...

বল্টু : হ্যালো, দোস্ত তুই
কই??

পল্টু : আমি তো বাসায়ই ।

বল্টু : দোস্ত, এক্ষুণি আমার
বাসায় চলে আয় ।

পল্টু : ক্যান, কি হইছে?

বল্টু : ভীষণ বিপদে পড়েছি
রে দোস্ত, তুই তাড়াতাড়ি
চলে আয় ।

পল্টু : কি বলিস রে, প্রায়
রাত ১টা বাজে, এখন আমি
যেতে পারব না ।

বল্টু : তুই এইকথা বলতে
পারলি? তুই আমার বেস্ট
ফ্রেন্ড হয়েও আমার বিপদে
এগিয়ে আসবি না?

পল্টু : আচ্ছা, আগে বলবি
তো কি হইছে?

বল্টু : আগে তুই বাসায়
আয়, তারপর বলছি ।

পল্টু : ওকে, আসছি!

কিছুক্ষণ পর..
পল্টু বল্টুর বাসায় আসলো,
এসে দেখে যে বল্টু তার
বিছানায় শুয়ে আছে ।
এরপর..

পল্টু : হুম, বল কি বিপদ?

বল্টু : আর বলিস না দোস্ত,
খাওয়াদাওয়া শেষ করে
বিছানায় শুয়ে পরেছি কিন্তূ
লাইটটা অফ করতে ভুলে
গেছি । আমি আবার লাইট
জ্বালানো থাকলে ঘুমাতে
পারিনা । তাছাড়া শীতের
দিনে এত ঠান্ডার মধ্যে
বিছানা থেকে উঠতে মন
চাইছে না । তাই, তোকে
ডেকে আনলাম ।
তুই, একটু লাইটটা অফ
করে দে তো!!

বল্টুর কথা শুনে,
পল্টু #বেহুশ

ওরে বল্টুরে কেউ #মাইরালা

চলে গেলেন অভিনেতা ' সুশান্ত সিং রাজপুত ' ?
ডিপ্রেশনে ভুগছিলেন। আর তাতেই আত্মহত্যা করার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন। ??
M.S. Dhoni, Chhichore, Kedarnath পরপর ভালো সিনেমা উপহার দিয়েছিলেন।
ভালো থাকবেন অভিনেতা.. RIP ??♥

image

আপনি যেখানে শেষ ভাবছেন,আল্লাহপাক পুনরায় ওখান থেকেই শুরু করতে পারেন,
তাই বিপদে ধৈর্য না হারিয়ে আল্লাহের ওপর ভরসা রাখুন?

image

image

"মানবতা আজ কোথায়"

লক্ষ্মীপুরে ক্যান্সারে আক্রান্ত মৃত স্বামীর লাশ আনতে স্ত্রী গেলেন ঢাকাতে,এদিকে বাড়িতে রেখে যাওয়া ৯ম শ্রেণীর ছাত্রী কন্যা হিরা মণিকে দিনের আলোতে ধর্ষণ করে মেরে ফেলেছে এই মানুষরূপী জানোয়ার গুলো।

এই মানুষরূপী জানোয়ার গুলোকে গ্রেপ্তার করেছেন পুলিশ মানুষরূপী জানোয়ার গুলো কে ক্রসফায়ার করে মেরে ফেলা হোক।
সবাই আওয়াজ তুলুন।

image
image
image

image

“দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য।
মুমীন নারী মুমীন পুরুষের জন্য , মুমীন পুরুষ মুমীন নারীর জন্য।”
(সূরা আন নূর, আয়াত-২৬)
আই উইস সবার লাইফ পার্টনার সবার মনের মত হোক।
✅প্রকৃতির বন্ধু

image

#_১৫_দিন হলো ছেলে আর মেয়েটির ব্রেকআপ হইছে। ?

#_যদিও তারা ব্রেকআপ করছে কিন্তু যোগাযোগ বন্ধ রাখে নাই।?

#_তারা তুমি করে বলতো এখন আপনি করে বলে।তারা দুজন দুজনকে এতই ভালবাসে যে ব্রেকআপ করার পর দেখা করবে কথা বলবে খোঁজ খবর নিবে কিন্তু আপনি করেই বলবে...?❤?

#_রাত_১০ টা মেয়েটি ছেলেটিকে ফোনে ফোন দিলো। ১১ বার দিলো, না ছেলেটি ফোন ধরছে না এভাবে মেয়েটি২০ বার এর মতো ফোন দিলো
তাও ফোন তুলছে না। ?❤?

#_মেয়েটি কিছুটা ঘাবড়ে গেলো কিছু হলো না তো ছেলেটির তো এমন করে না।?

#_মেয়েটি দেড়ি না করে ছেলের বাসায় চলে গেলো।
।?
#_ছেলেটা জানে তার কিছু হলে সে বাচবে না। মেয়েটি তাড়াতাড়ি তার বাসায় গেলো গিয়ে দেখলো দরজা খোলাই আছে...।?❤?

#_রুমের ভেতরে গিয়ে যা দেখল......?❤?

#_মেয়ে: ওই আপনি ফোন ধরেন না কেনো। আর আমি ভাবছি
আপনার কি না কি হইছে, আমাকে কি আপনি শান্তিতে থাকতে দিবেন না?❤?

#_ছেলে:ফোন ধরলাম না কারন আপনাকে সামনে থেকে দেখতে খুব
ইচ্ছা করছিল।?❤?

#_মেয়ে: তো এত রাতে কি জন্য সে আসবে।?❤?

#_ছেলে: আসবে না এসে গেছে।?❤?

#_মেয়ে: কে??❤?

#_ছেলে: আপনি। আমি জানি ফোন না ধরার পর আপনি চলে আসবেন
বাড়িতে থাকতে পারবেন না।?❤?

#_মেয়ে:যদি না আসতাম!?❤?

#_ছেলে:ভুল মানুষকে ভালবাসি নাই
আপনি টেবিলে বসেন আমি খাবার
গুলো নিয়ে আসছি।?❤?

#_মেয়েটি কান্না করছে,...?❤?

#_ছেলে: কান্না থামান।এই যে আপনার প্রিয় সব ধরনের খাবার ই আছে শুরু
করেন তো।?❤?

#_মেয়েটি কিছু না বলে খাওয়া শুরু করলো।টেবিলের দু পাশে দুজন বসে আছে তবুও তাদের থেকে আপন কেউ নেই।?❤?

#_ছেলে:খাওয়া শেষে বললো চলেন বাসায় দিয়ে আসি..?❤?

#_মেয়ে:না যাবো না।?❤?

#_ছেলে: কেনো??
মেয়ে:এমনি যাবো না।?❤?

#_ছেলে: যদি খারাপ কিছু হয়ে যায়।?❤?

#_মেয়ে: হবে না।?❤?

#_ছেলে: কিভাবে বুঝলেন????❤??

#_মেয়ে: আমি কি ওইরকরম কাউকে ভালবাসছি নাকি হুমমম(কান্না করে দিল)আর কতক্ষন আপনি করে বলবে???❤?

#_ছেলে:যতক্ষন না আপনি আমার বুকে এসে একটু কান্না করবেন।
মেয়েটি দৌরে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে বলল যা তোর সাথে আবারো ব্রেকআপ
(সত্যি কারের ভালবাসা গুলো বেচে থাকুক)?❤?
গল্প পড়তে ভালোবাসলে নিয়মিত গল্প পড়তে রিকুয়েস্ট দিন বা ফলো করুন ধন্যবাদ।

image